আওয়ামী লীগকে যারা সহযোগিতা করছে, তারা নিজেরাও অপরাধে জড়িত—এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার (৫ জুলাই) সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-র অডিটোরিয়ামে অনুষ্ঠিত একটি ছায়া সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তা। এই নিষিদ্ধ সত্তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হলে, সেটিও একটি অপরাধ। আইন অনুযায়ী তাদের বিচারের মুখোমুখি আনা সম্ভব এবং আনা হবে।” তিনি আরও বলেন, রাজনৈতিক ভিন্নমত থাকতেই পারে, তবে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে সব দল এখন ঐক্যবদ্ধ।
ছায়া সংসদে এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। তিনি আরও বলেন, “সংবিধান নতুন করে লেখা যেতেই পারে। তবে ’৭২ সালের সংবিধান শহীদদের রক্তের বিনিময়ে রচিত হয়েছিল। এটি এখনো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান। তাই বিতর্কিত সংশোধনীগুলো বাদ দিয়ে এটিকে আরও যুগোপযোগী করা যেতে পারে।”
মব কালচার প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, “এটি বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা নয় বরং ১৭ বছরের অবিচারের বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে এ ধরনের আচরণ আমাদের অর্জনকে ম্লান করতে পারে। তাই মব কালচার বন্ধ করতে হবে।”
তিনি বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আইনের বাইরে কোনো বিচারের চেষ্টাই রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ।”
একুশে সংবাদ//ঢা.পর.ন