জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। প্রথমবারের মতো তিনি হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাসসেরা ক্রিকেটার।
বুধবার (১৪ মে) আইসিসির এক বিজ্ঞপ্তিতে এপ্রিল মাসের সেরা খেলোয়াড় হিসেবে মিরাজের নাম ঘোষণা করা হয়। ভোটাভুটিতে তিনি পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সকে।
সিলেটে প্রথম টেস্টে ৫ উইকেট ও চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ১০৪ রানের দুর্দান্ত সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে আরও ৫ উইকেট শিকার করে ম্যাচ জয়ের নায়ক হন মিরাজ।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় মিরাজ বলেন, “আইসিসি মেনস প্লেয়ার অব দ্য মান্থ হওয়াটা দারুণ এক সম্মান। বিশ্বজুড়ে ভক্তদের ভোটে এই স্বীকৃতি পাওয়া আমার জন্য বিশেষ প্রাপ্তি। এটা আমাকে আমার ক্রিকেট যাত্রার কথা মনে করিয়ে দেয় — ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হওয়ার অনুভূতিও এমনই ছিল।”
তিনি আরও বলেন, “এই পুরস্কার আমার অনুপ্রেরণা বাড়াবে আরও ভালো খেলার জন্য, যেন নিয়মিতভাবে দেশের হয়ে সাফল্য এনে দিতে পারি। আমি কৃতজ্ঞ আমার সতীর্থ, কোচ এবং দেশের অসংখ্য ক্রিকেটপ্রেমীর প্রতি — এই পুরস্কারে তাদেরও অবদান আছে।”
উল্লেখ্য, মিরাজের আগে এই সম্মাননা পেয়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এবার তাদের কাতারে যুক্ত হলেন এই তরুণ অলরাউন্ডার।
একুশে সংবাদ/ আ.ট/এ.জে