AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হামজাকে নিয়েই ভারতের বিপক্ষে দল ঘোষণা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১২:৫১ পিএম, ২০ মার্চ, ২০২৫

হামজাকে নিয়েই ভারতের বিপক্ষে দল ঘোষণা

আগামী মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে ফুটবলে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ ভারতই। আর এবারের ম্যাচটির দিকে বিশেষ এক কারণে গোটা দক্ষিণ এশিয়ার নজর। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের হয়ে অভিষেক হতে পারে লেস্টার সিটির হয়ে এফএ কাপের শিরোপাজয়ী ও বর্তমানে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা দেওয়ান চৌধুরীর। মেঘালয়ের রাজধানী শিলংয়ের জওহর লাল নেহরু স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে তাদের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের জার্সিধারীরা। 

বৃহস্পতিবার (২০ মার্চ) ভারত ম্যাচের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। দলে অনুমেয়ভাবেই আছেন ইংলিশ চ্যাম্পিয়নশীপের দল শেফিল্ড ইউনাইটেডে খেলা ২৭ বছর বয়সী হামজা চৌধুরী। তবে পূর্বঘোষণা অনুযায়ী দলে জায়গা হয়নি ইতালির ক্লাব ওলবিয়া ক্যালসিওতে খেলা ফাহমিদুল ইসলামের। কাবরেরার দলে নিয়মিত মুখ প্রায় সবাই জায়গা পেয়েছেন। তাই চমক খুব একটা নেই বলা চলে।

গতকাল জাতীয় দলের আনুষ্ঠানিক ফটোসেশনে ছিলেন সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করে আসা ২৭জনই। চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময় সেই দল থেকে বাদ পড়েছেন ৩জন। গতকাল রাতেই দল থেকে বাদ পড়ার খবর পান আরিফ, পিয়াস আহমেদ নোভা এবং তাজ উদ্দিন। স্কোয়াডে হামজা ছাড়াও নতুন মুখ ফরোয়ার্ড আল আমিন।

ভারতের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড:

গোলরক্ষক : মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ

ডিফেন্ডার : শাকিল আহাদ তপু, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, শাকিল হোসেন, ঈসা ফয়সাল

মিডফিল্ডার : হামজা দেওয়ান চৌধুরী, চন্দন রায়, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মুজিবর রহমান জনি, শেখ মোরসালিন, সৈয়দ শাহ কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া

ফরোয়ার্ড : মোহাম্মদ ইব্রাহিম, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, আল আমিন।  


একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!