AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতকে হারানোর আশা নিয়ে দেশ ছাড়ল বাংলাদেশ দল


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১২:২৬ পিএম, ২০ মার্চ, ২০২৫

ভারতকে হারানোর আশা নিয়ে দেশ ছাড়ল বাংলাদেশ দল

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ভারতের উদ্দেশে রওয়ানা হয়েছে বাংলাদেশ ফুটবল দল। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক ফ্লাইটে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ দল। কলকাতায় ট্রানজিটে কিছুক্ষণ অপেক্ষা করে আরেক ফ্লাইটে শিলং পৌছাবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। টিম হোটেলে উঠতে বিকেল পাঁচটা বাজতে পারে জামালদের। আগামীকাল থেকে ভারতে অনুশীলন শুরু করবে বাংলাদেশ।

গেল কদিনের মতো আজ সকালেও বিমানবন্দরে এদিন আগ্রহের কেন্দ্রবিন্দু হামজা চৌধুরী। গণমাধ্যমের মুখোমুখি হয়ে দলের ফুটবলারদের শুনতে হলো হামজাকে নিয়ে প্রশ্ন। আর তাতে বেশ উচ্ছ্বাসই ঝরলো দলের দুই তারকা সোহেল রানা সিনিয়র এবং তপু বর্মনের কণ্ঠে। 

সোহেল রানার কাছে হামজা যেন দীর্ঘদিনের সতীর্থ। জানালেন দলের সঙ্গে খুব দ্রুতই মানিয়ে নিয়েছেন ইংল্যান্ড থেকে উড়ে আসা এই তারকা, ‘হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সঙ্গে মানিয়ে নিতে পারছে। মনে হচ্ছে ও অনেকদিন ধরেই আমাদের সঙ্গে খেলছে।’

জাতীয় দলের নির্ভরযোগ্য মুখ তপু হামজার অন্তর্ভুক্তিকে দেখছেন পজেটিভ ব্যাপার হিসেবে, ‘গতকাল সে (হামজা চোউধুরী) অফিসিয়ালি আমাদের সঙ্গে ট্রেনিংয়ে অংশগ্রহণ করে। অবশ্য এটা আমাদের জন্য একটা ভালো ব্যাপার। সে ফিট আছে। আমরাও ফিট আছি। আমার কাছে মনে হয় এটা একটা পজেটিভ ব্যাপার।’

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!