AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইসিসির পোস্টে মিরাজ হয়ে গেলেন ‘মেহেদী হাসান রাজা’


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:২৪ এএম, ৮ মার্চ, ২০২৫

আইসিসির পোস্টে মিরাজ হয়ে গেলেন ‘মেহেদী হাসান রাজা’

প্রায় এক দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট মাতিয়ে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়ে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সেরা পাঁচে। অথচ এতদিন পরে এসেও তাকে ভুল নামে সম্বোধন করছে আইসিসি। বুধবার (৫ মার্চ) প্রকাশিত পুরুষদের ওয়ানডে র‍্যাংঙ্কিংয়ের তালিকায় মিরাজের নামের জায়গায় লেখা হয়েছে ‘মেহেদী হাসান রাজা’। 

আইসিসির অফিসিয়াল ফেসবুক পেজে ওয়ানডে ফরম্যাটের সেরা ১০ ব্যাটার, বোলার ও অলরাউন্ডারের তালিকা প্রকাশ করা হয়। সেখানে অলরাউন্ডারদের তালিকায় ২৪৮ রেটিং নিয়ে চতুর্থ স্থানে থাকা মিরাজের নামের শেষাংশে ভুল করে ফেলে সংস্থাটি। ধারণা করা হচ্ছে, তারা মিরাজের নাম গুলিয়ে ফেলেছে জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার সঙ্গে, যিনি র‌্যাঙ্কিংয়ে মিরাজের ঠিক ওপরে অবস্থান করছেন।

আইসিসির এই ভুলের পর ক্রিকেটপ্রেমীরা তাৎক্ষণিকভাবে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানান। অনেকেই মন্তব্যের ঘরে বিষয়টি ধরিয়ে দিয়ে সংশোধনের আহ্বান জানান। তবে দুই দিন পার হলেও আইসিসি এখনও তাদের পোস্টের এই ভুল ঠিক করেনি।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার এমন ভুলে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশি সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে। ক্রিকেট ভক্তদের প্রশ্ন, এত বড় সংস্থা কীভাবে একজন শীর্ষ অলরাউন্ডারের নাম ভুল করতে পারে?

এখন দেখার বিষয়, আইসিসি কবে নাগাদ তাদের এই ভুল সংশোধন করে এবং মেহেদী হাসান মিরাজকে তার যথাযথ নামেই স্বীকৃতি দেয়।

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!