চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজকের ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৫ উইকেট হারায় বাংলাদেশ। এই অবস্থা থেকে লড়াই করে দলকে সম্মানজনক স্কোরে নিয়ে যান তাওহীদ হৃদয় ও জাকের আলী। দু`জনের ব্যাটে ভর করে ১০০ রানের কোটা পার করে লাল সবুজেরা। ভারতকে ২২৯ রানের লক্ষ্য দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।এদিন জাকের না পারলেও সেঞ্চুরি ঠিকই তুলে নেন হৃদয়।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের ষষ্ঠ বলেই সাজঘরে ফেরেন সৌম্য সরকার। ২ বলে শূন্য রান করে তাকে সঙ্গ দেন শান্ত। এরপর ২ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।তিনে ব্যাট করতে নেমে দলের হাল ধরতে আসেন মেহেদী হাসান মিরাজ। ১০ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। তবে এক প্রান্ত আগলে রেখে দলের জন্য ব্যাট হাতে লড়াই করতে থাকেন তানজিদ তামিম। কিন্তু বড় ইনিংস করতে ব্যর্থ হন তিনি।
নবম ওভারের দ্বিতীয় বলে কট আউট হন তামিম। পরের বলে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে ডাক আউট করে নিজের জোড়া উইকেট তুলে নেন অক্ষর প্যাটেল। এতে দলীয় ৩৫ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।এরপর জাকেরকে সঙ্গে নিয়ে টাইগার শিবিরের হাল ধরেন তাওহীদ হৃদয় ও জাকের আলী। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৮৭ বলে ফিফটি তুলে নেন জাকের। অপর প্রান্ত থেকে ৮৫ বলে ফিফটি তুলে নেন হৃদয়ও। দুজনের ব্যাটে ভর করে ১৫০ রানের কোটা পার করে টাইগাররা।
তবে ৪৩তম ওভারে মোহাম্মদ শামিকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন জাকের আলী। ১১৪ বলে ৬৮ রান করেন তিনি। এরপর পিচে এসে ব্যাট চালাতে থাকেন রিশাদ হোসেন। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনি। ১২ বলে ১৮ রান করেন এই তরুণ লেগ স্পিনার।
কিন্তু অপর প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান হৃদয়। এদিন পায়ে আঘাত পান হৃদয়। তাই দৌড়ে রান নিতে পারছিলেন না তিনি। তবে ১১৩ বলে ফিফটি তুলে নেন এই তরুণ ব্যাটার।
অপর প্রান্ত থেকে ৬ বলে ৩ রান করে আউট হন তাসিকন। ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে হৃদয় ক্যাচ আউট হলে ২২৮ রানে অলআউট হন বাংলাদেশ। ভারতের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন মোহাম্মদ শামি। এ ছাড়াও হার্সিত রানা তিনটি এবং অক্ষর প্যাটেল দুটি করে উইকেট তুলে নেন।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

