AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তানের ৩ ক্রিকেটারকে আইসিসির শাস্তি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:০০ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

পাকিস্তানের ৩ ক্রিকেটারকে আইসিসির শাস্তি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটারকে মেজাজ হারাতে দেখা যায়। প্রতিপক্ষ খেলোয়াড়দের উত্তপ্ত (স্লেজিং) করার পাশাপাশি কেউ কেউ তাদের দিকে তেড়েও গিয়েছেন। এসব ঘটনার জেরে আইসিসির পক্ষ থেকে শাস্তি পেয়েছেন পাকিস্তানের তিন ক্রিকেটার। তারা হলেন- শাহিন আফ্রিদি, সৌদ শাকিল ও কামরান গুলাম। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা এক বিবৃতিতে জানায়, আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ লঙ্ঘনের দায়ে এই তিন ক্রিকেটারকে শাস্তি দেয়া হয়েছে।

শাহিন আফ্রিদিকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়। তিনি আচরণবিধির ২.১২ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন, যেখানে বলা হয়েছে, আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়, সহযোগী কোনো ব্যক্তি, আম্পায়ার, ম্যাচ রেফারি কিংবা অন্য কারও (দর্শক) সঙ্গে অযাচিত শারীরিক অগ্রহণযোগ্যতা।’ করাচিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ব্যাটার ম্যাথু ব্রিটজকের রান নেয়ার পথে ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করেন শাহিন। এরপর দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

আরেকটি ঘটনায় সৌদ শাকিল ও বদলি ফিল্ডার কামরান গুলামকেও ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। ম্যাচের ২৯তম ওভারে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা রানআউট হওয়ার পর তারা তার খুব কাছাকাছি গিয়ে আগ্রাসী উদযাপনে মাতেন। এতে তারা আইসিসির আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন, যেখানে বলা হয়েছে, আন্তর্জাতিক ম্যাচে কোনো ব্যাটার আউট হওয়ার পর তাকে উদ্দেশ্য করে ভাষা, আচরণ কিংবা অঙ্গভঙ্গি করা যাবে না, যা তাকে আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখাতে উৎসাহিত করে।

এই তিন ক্রিকেটারকে এক করে ডিমেরিট পয়েন্টও দিয়েছে আইসিসি। তারা গত ২৪ মাসে প্রথমবারের মতো ডিমেরিট পয়েন্ট পেলেন। তবে শাহিন, কামরান ও শাকিল সবাই শাস্তি মেনে নেয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।


একুশে সংবাদ/ এস কে

Link copied!