বিপিএলের ১১তম আসরের ফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে বরিশাল। আর এই জয়ের অন্যতম নায়ক তামিম ইকবাল। ২৯ বলে ৫৪ রান করে ম্যাচসেরার পুরস্কার উঠেছে বরিশাল অধিনায়কের হাতে।
এদিন বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে ব্যাট চালাতে থাকেন তামিম। তাকে সঙ্গ দেন তাওহীদ হৃদয়। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে স্কোর বোর্ডে ৫৭ রান তোলে বরিশাল। ২৪ বলে ফিফটি তুলে নেন তামিম।
নবম ওভারে শরিফুলের হাতে বল তুলে দেন অধিনায়ক মিথুন। এই ওভারের জোড়া উইকেট তুলে নিয়ে চিটাগংকে খেলা ফেরান এই বাঁহাতি পেসার। ২৯ বলে ৫৪ রান করে ক্যাচ আউট হন তামিম। তবে তার এই ইনিংসই শিরোপা জয়ের রাস্তা পরিষ্কার করে দিয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :