ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফকে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে চলাকালীন আইসিসির আচরণবিধি ভাঙার দায়ে জরিমানা করা হয়েছে। সেন্ট কিটস অ্যান্ড নেভিসে হওয়া সেই খেলায় আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের জন্য তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা ধার্য করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
জোসেফকে কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের ২.৩ ধারা লঙ্ঘনের দায়ে শাস্তি দিয়েছে আইসিসি। ধারাটি শ্রবণ অযোগ্য অশ্লীল কথার ব্যবহারের সঙ্গে সম্পর্কিত।
গত রোববার (৮ ডিসেম্বর) খেলা শুরুর আগে চতুর্থ আম্পায়ারের সঙ্গে জোসেফের কথা কাটাকাটি হয়েছিল। এ সময় ক্যারিবীয় পেসার আপত্তিকর ও অশালীন ভাষা ব্যবহার করেন। আম্পায়ার জোসেফকে তার জুতার স্পাইক দিয়ে পিচ পা দিয়ে যাওয়া এড়িয়ে যেতে বলেছিলেন। এরপর জোসেফ অশ্লীল ভাষায় কথা বলতে থাকেন।
জরিমানার পাশাপাশি জোসেফের নামের পাশে জুটেছে একটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের দ্বিতীয়বার তিনি ডিমেরিট পয়েন্ট পেলেন। অপরাধ স্বীকার করে তিনি অবশ্য শাস্তি মেনে নিয়েছেন। ম্যাচ রেফারি জেফ ক্রোয়ের সঙ্গে পরামর্শক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। পরে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
দুই ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা এবং লেসলি রেইফার, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার গ্রেগরি ব্র্যাথওয়েট স্বাগতিক দলের ক্রিকেটার জোসেফের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :