স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে চলতি মাসে নেশনস লিগের দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন, যেখানে নতুন চমক হিসেবে জায়গা পেয়েছেন তিন তরুণ খেলোয়াড়। শুক্রবার (৮ নভেম্বর) এ স্কোয়াড ঘোষণা করেন তিনি।
২১ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার মার্ক কাসাদো, ২০ বছর বয়সী পোর্তো ফরোয়ার্ড সামু ওমোরোদিওন এবং অ্যাথলেটিক বিলবাওয়ের ২৪ বছর বয়সী ডিফেন্ডার আইতর পারেদেস তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন।
কাসাদো বার্সেলোনা ক্লাবের হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত পারফর্ম করছেন। তার অ্যাসিস্ট ও মাঝমাঠে খেলার সুবাদে লা লিগায় ১০ ম্যাচে তিনি তিনটি এবং চ্যাম্পিয়নস লিগে চার ম্যাচে দুটি অ্যাসিস্ট করেছেন। বার্সেলোনা থেকে পেদ্রি, দানি ওলমো এবং লামিনে ইয়ামালও দলে জায়গা পেয়েছেন।
এদিকে, পোর্তোর হয়ে দারুণ ছন্দে থাকা সামু ওমোরোদিওন এই মৌসুমে ১২ ম্যাচে ১১ গোল করেছেন, যা তার ধারাবাহিক পারফরম্যান্সের প্রমাণ। পারেদেসও অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে ডিফেন্সে তার দক্ষতা দেখাচ্ছেন।
স্পেন নেশনস লিগের `এ` লিগের চার নম্বর গ্রুপে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এবং ইতোমধ্যে কোয়ার্টার-ফাইনালের টিকেট নিশ্চিত করেছে। তাদের প্রতিপক্ষ ডেনমার্ক ও সুইজারল্যান্ড, যাদের সঙ্গে যথাক্রমে ১৫ ও ১৮ নভেম্বর মুখোমুখি হবে স্পেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :