অ-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে ম্যাকাওকে ০-৭ গোলে হারিয়েছে বাংলাদেশ। নুরুল হুদা ফয়সাল একাই চার গোল করেছেন। এছাড়া মানিক জোড়া গোল এবং আরেকটি গোল করেন রিফাত। বড় এই জয়ে সাইফুল বারী টিটুর শিষ্যরা গ্রুপ রানার্সআপ হওয়ার লড়াইয়ে টিকে থাকল।
বাছাইপর্বের দশটি গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ আগামী বছর চূড়ান্ত পর্বে খেলবে। কম্বোডিয়ায় বাছাইপর্বে তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৬।
সিনিয়র ফুটবল দলের মতো জুনিয়র পর্যায়েও ম্যাকাও দুর্বল দল। বাংলাদেশ ম্যাচটি ৭ গোলের ব্যবধানে জিতলেও প্রথম গোল পেতে ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ফয়সালের গোলে বাংলাদেশ লিড নিয়ে মধ্য বিরতিতে ড্রেসিংরুমে ফেরে।
বিরতির পর বাংলাদেশ ম্যাকাওকে আরও ছয় গোল দেয়। মানিক ৬৬ মিনিটে স্কোরলাইন ২-০ করেন। ৭১-৭৫ মিনিটে বাংলাদেশ আরো তিন গোল করলে বড় জয় নিশ্চিত হয়। ৮২ মিনিটে ফয়সাল নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।
পরের মিনিটে ফয়সাল আরেক গোল করলে বাংলাদেশ ৭-০ গোলের বড় জয় পায়। এ জয় বাংলাদেশকে পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে রাখবে কিছুটা। সেরা পাঁচ রানার্সআপের মাঝে থাকতে পারলে আগামী বছর চূড়ান্ত পর্বে খেলবে লাল-সবুজরা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :