AB Bank
ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেসি জাদুতে মায়ামির সাপোর্টার্স শিল্ড জয়


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৪৪ এএম, ৩ অক্টোবর, ২০২৪
মেসি জাদুতে মায়ামির সাপোর্টার্স শিল্ড জয়

নিজেদের সবশেষ ম্যাচেই হিসেব নিকেশটা করা ছিল। সেই ম্যাচে নিজের ছায়া থাকা লিওনেল মেসির সামনে এই ম্যাচেই ছিল নিজেকে জানা দেয়ার সুযোগ। করলেনও তাই। দলকে এগিয়ে নেয়ার পাঁচ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে করলেন দর্শনীয় গোল। মেসির এমন জাদুকরী জোড়া গোলের দিনে বন্ধু ও সতীর্থ লুইস সুয়ারেজও পেলেন জালের দেখা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে মেসির দল ইন্টার মায়ামি ৩-২ ব্যবধানে জিতেছে। যেখানে কলম্বাস ক্রুকে হারিয়ে এবারের সাপোর্টার্স শিল্ড জিতে নিল দলটি। প্রথমার্ধের শেষ দিকে দুটি গোল করে মায়ামির জয়ের নায়ক মেসি। দলের অন্য গোলটি করেন লুইস সুয়ারেজ। গোলবারের ভরসা ক্যালেন্ডার আরো একবার দলের জয়ে বড় অবদান রাখেন।

৪৫তম মিনিটে মাঝমাঠের কাছাকাছি নিজেদের অর্ধ থেকেই বিশাল লম্বা করে উঁচু বল বাড়িয়ে দেন জর্দি আলবা। সেখানে মেসি আলতো টোকায় বল পাঠিয়ে দেন জালে। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে কলম্বাসের বক্সের একটু বাইরে ফ্রি কিক পায় মায়ামি। সামনের মানব দেয়ালে পাশ দিয়ে নিখুঁত বাঁকানো শটে বল জালে পাঠিয়ে দেন মেসি।

মেসির শট গোলকিপারের তাকিয়ে দেখা ছাড়া করার বেশি কিছু ছিল না। দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি গোল শোধ করে দেয় কলম্বাস। তবে এর মিনিট দুয়েক পরই গোলকিপারের ভুলে আবার দুই গোলে পিছিয়ে পড়ে তারা। সুয়ারেজ হেড করে গোল করেন। ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান আবার কমায় কলম্বাস।

তবে ৬৩তম মিনিটে ডিফেন্ডার রুডি কামাচো লাল কার্ড পেয়ে মাঠ ছাড়ায় বড় ধাক্কা খেতে হয় তাদের। তারপরও ফেরার সুযোগ তারা পেয়েছিল। ৮৪তম মিনিটে পেনাল্টি পায় তারা। কিন্তু মায়ামি গোলকিপার ক্যালেন্ডার ডানদিকে ঝাঁপিয়ে ফিরিয়ে দেন শট। এই জয়ে ৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড নিশ্চিত করেছে মায়ামি।

২০২০ সালে মেজর লিগ সকারে যাত্রা শুরুর পর এই টুর্নামেন্টে এটি মায়ামির প্রথম ট্রফি।

একুশে সংবাদ/ এস কে 

Link copied!