AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজহারউদ্দিন-গাভাস্কারদের পাশে মুমিনুল


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৪:০৩ পিএম, ১ অক্টোবর, ২০২৪
আজহারউদ্দিন-গাভাস্কারদের পাশে মুমিনুল

কানপুর টেস্টে লজ্জার ষোলকলা পূর্ণ করে সাত উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। নিজেদের দুই ইনিংসেই যারপরনাই ব্যর্থ ছিলেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। যদিও প্রথম ইনিংসে এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন মুমিনুল হক।

রবিচন্দ্রন অশ্বিনকে সুইপে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন মুমিনুল। ১৭২ বলে ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরির দেখা পান এই বাঁহাতি ব্যাটার। কানপুরের ঐতিহাসিক স্টেডিয়ামে ১৯৪৫ থেকে এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে ৩৫টি।

এর মধ্যে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনের। এই তালিকায় আছেন গ্যারি সোবার্স, ইয়ান বোথাম হতে শুরু করে কপিল দেব ও সুনীল গাভাস্কার।

২৭তম ক্রিকেটার হিসেবে মুমিনুল ব্রিটিশ আমলে তৈরি ঐতিহ্যবাহী স্টেডিয়ামটিতে শতক হাঁকিয়েছেন। মুমিনুলের সেঞ্চুরির ইনিংসটি সাজানো ছিল ১৬টি চার ও ১টি ছয়ের মারে। এর আগে ফিফটি করেন ১১০ বলে।

ভারতের বিপক্ষে প্রথম হলেও দেশের বাইরে এটি মুমিনুলের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে শ্রীলংকার বিপক্ষে দেশটির মাটিতে ১২৭ রানের ইনিংস খেলেছেন তিনি। এই সেঞ্চুরির আগে সবশেষ শতক ছিল ২০২৩ সালের জুনে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে।
একুশে সংবাদ/ এস কে

Link copied!