AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টানা দশম টেস্ট সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:১৩ পিএম, ১৮ আগস্ট, ২০২৪
টানা দশম টেস্ট সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দশম টেস্ট সিরিজ জয়ের নজির গড়লো দক্ষিণ আফ্রিকা। গতরাতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন ওয়েস্ট ইন্ডিজকে ৪০ রানে হারিয়েছে প্রোটিয়ারা। সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিলো। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতলো দক্ষিণ আফ্রিকা। ১৯৯২ সালে প্রথম হওয়া দ্বিপাক্ষীক সিরিজে জিতেছিলো ওয়েস্ট ইন্ডিজ। এরপর ক্যারিবীয়দের বিপক্ষে সবগুলো সিরিজেই জয় পায় দক্ষিণ আফ্রিকা।

গায়নায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হাতে নিয়ে ২৩৯ রানে এগিয়ে সফরকারী দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংস থেকে পাওয়া ১৬ রানের লিডকে সাথে নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৫ উইকেটে ২২৩ রান করেছিলো প্রোটিয়ারা। কাইলে ভেরেনি ৫০ ও ওয়াইন মুল্ডার ৩৪ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিনের প্রথম ওভারেই মুল্ডারকে ৩৪ রানেই বিদায় দেন স্পিনার জোমেল ওয়ারিকান। এরপর লোয়ার অর্ডারে ৩ উইকেট শিকার করে দক্ষিণ আফ্রিকাকে ২৪৬ রানে আটকে রাখতে বড় ভূমিকা রাখেন পেসার জেইডেন সিলেস। সেট ব্যাটার ভেরেনিকে ৫৯ ও কেশব মহারাজ-নান্দ্রে বার্গারকে খালি হাতে ফেরান তিনি। ইনিংসে ৬১ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন সিলেস। ১৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন এই ডান হাতি পেসার।

২৬৩ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার পেসার ও স্পিনারদের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার। তাদের ব্যর্থতায় ১০৪ রানে ৬ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে ক্যারিবীয়রা। অধিনায়ক ক্রেইগ ব্রার্থওয়েট ২৫, মিখাইল লুইস ৪, কেসি কার্টি ১৭, অ্যালিক আথানাজে ১৫, কেশব হজ ২৯ ও জেসন হোল্ডার খালি হাতে ফিরেন।

ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারকে ধসিয়ে দিতে ৪ উইকেট ভাগাভাগি করে নেন দক্ষিণ আফ্রিকার দুই পেসার মুল্ডার ও রাবাদা। বাকী ২ উইকেট শিকার করেন অফ স্পিনার ডেন পিৎ।

চাপে পড়া ওয়েস্ট ইন্ডিজকে লড়াইয়ে ফেরান উইকেটরক্ষক জশুয়া ডা সিলভা ও গুদাকেশ মোটি। সপ্তম উইকেটে ১০৫ বলে ৭৭ রানের জুটি গড়েন তারা। দলীয় ১৮১ রানে মোতিকে শিকার করে দক্ষিণ আফ্রিকাকে দুর্দান্ত ব্রেক-থ্রু এনে দেন মহারাজ। ৫টি চার ও ১টি ছক্কায় ৪৫ রান করেন মোতি। এক ওভার পর আবারও উইকেট শিকার করেন মহারাজ। আরেক সেট ব্যাটার সিলভাকে ২৭ রানে থামান তিনি।

মহারাজার ঘূর্ণিতে ১ রানে দুই ব্যাটারের পতনে হারের মুখে ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ১৮২ রানে অষ্টম উইকেট পতন হয় তাদের। এ অবস্থায় নবম উইকেটে ২৩ রান যোগ করেন জোমেল ওয়ারিকান ও শামার জোসেফ। দলীয় ২০৫ রানে জোসেফকে ব্যক্তিগত ১১ রানে থামান রাবাদা।

শেষ উইকেটে দক্ষিণ আফ্রিকার সামনে বাঁধা হয়ে দাঁড়ান ওয়ারিকান ও সিলেস। রানের চাকা সচল রেখে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিলেন তারা। কিন্তু সিলেসকে ৪ রানে থামিয়ে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন মহারাজ। ২২২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ২৫ রানে অপরাজিত থাকেন ওয়ারিকান। দক্ষিণ আফ্রিকার মহারাজ ও রাবাদা ৩টি করে উইকেট নেন। এই ইনিংসে দক্ষিণ আফ্রিকার স্পিনার হিসেবে টেস্ট সর্বোচ্চ উইকেট শিকার হন মহারাজ। ৫২ টেস্টে ১৭১ উইকেটের মালিক এখন মহারাজ। ম্যাচ সেরা মুল্ডার ও সিরিজ সেরা হন মহারাজ।বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬ ম্যাচে ২ জয়, ৩ হার ও ১ ড্র’তে ৩৮.৮৯ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে উঠলে দক্ষিণ আফ্রিকা। ৯ ম্যাচে ১ জয়, ৬ হার ও ২ ড্র’তে ১৮.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই থাকলো ওয়েস্ট ইন্ডিজ।

আগামী ২৪ আগস্ট থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা।

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!