AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বড়াইগ্রামে বাবাকে হত্যার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন



বড়াইগ্রামে বাবাকে হত্যার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামে ব্যক্তি মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টাকে কেন্দ্র করে ৯০ বছর বয়সী এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন।

আহত মুরাদ আলী ওরফে কালু হাজির ছেলে মো. আব্দুল হাই জানান, “৩০ জুন সকাল সাড়ে আটটার দিকে নুহু ও তার লোকজন আমাদের জমিতে জোর করে রাস্তা নির্মাণ করতে থাকেন। আমার বাবা বাধা দিতে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করে। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।”

তিনি আরও বলেন, “আমার ভাই ও ভাবি বাবাকে ধরতে গেলে তাদেরও মারধর করা হয়। এমনকি আমার মাকেও আঘাত করা হয়েছে। বর্তমানে বাবা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ভাই-ভাবি বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আমরা থানায় মামলা করেছি, কিন্তু এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি।”

আব্দুল হাই জানান, “এই রাস্তা নিয়ে আগেও মামলা হয়েছে এবং কিছুদিন আগে থানায় লিখিত অভিযোগও দিয়েছি। তারপরও আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। এখন পুরো পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত নুহুর বিরুদ্ধে এলাকায় জমি দখলসহ একাধিক অভিযোগ রয়েছে।

এই বর্বরোচিত হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে মঙ্গলবার বড়াইগ্রামের লক্ষ্মীকোলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার। তারা বলেন, “অপরাধীরা প্রকাশ্যে হত্যাচেষ্টা চালালেও এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে, যা প্রশাসনিক ব্যর্থতার প্রমাণ। আমরা দ্রুত তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

 

একুশে সংবাদ/না.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!