AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজনীতিতে নয়, লেখালেখি-সাংবাদিকতায় ফিরতে চান প্রেস সচিব


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:১০ পিএম, ২ জুলাই, ২০২৫

রাজনীতিতে নয়, লেখালেখি-সাংবাদিকতায় ফিরতে চান প্রেস সচিব

রাজনৈতিক কোনো দলে যোগ দেওয়ার আগ্রহ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তী দায়িত্ব শেষে তিনি আবারও সাংবাদিকতা ও লেখালেখির জগতে ফিরে যেতে চান।

বুধবার (২ জুলাই) সকালে নিজের ফেসবুক পোস্টে এসব কথা জানান তিনি।

শফিকুল আলম লেখেন, ‘কিছু বন্ধু ও পরিচিতজন বলছেন, আমি নাকি কোনো বড় রাজনৈতিক দলে কিংবা সদ্য গঠিত একটি দলে যোগ দিতে যাচ্ছি। তাদের ধারণা একদমই ঠিক নয়। আমি কোনো রাজনৈতিক দলের প্রতি আগ্রহী নই। সংসদ সদস্য বা তথাকথিত ‘বড় নেতা’ হয়ে যে ধরনের জীবনযাপন করতে হয়, তা আমার জন্য নয়।’

তিনি বলেন, ‘সিঙ্গাপুর বা ইউরোপের মতো দেশে রাজনীতিতে ন্যায্যভাবে আর্থিক সুবিধা পাওয়া যায়। কিন্তু আমাদের দেশে রাজনীতির পথ মানেই নানা রকম আপস ও অনৈতিকতার ঝুঁকি—সেই পথে আমি হাঁটতে চাই না।’

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আমি লেখালেখি আর সাংবাদিকতায় পুরোপুরি ফিরে যেতে চাই। কিছু বই লেখার চিন্তা করছি। চাইলে আমি শুধু জুলাইয়ের গণ-আন্দোলন নিয়েই দীর্ঘ সময় ধরে কাজ করতে পারি। এটি ছিল এক অসাধারণ সময়—সাহস, স্বতঃস্ফূর্ততা আর বিস্ময়কর গণজাগরণে ভরা।’

প্রেস সচিব আরও লেখেন, ‘রবার্ট কেরো যেমন আমেরিকার প্রেসিডেন্ট লিন্ডন জনসনের ওপর পুরো জীবনভর গবেষণা ও লেখালেখি করেছেন, আমিও তেমনি “জুলাই বিপ্লব” নিয়ে কাজ চালিয়ে যেতে পারি—যদিও কেউ কেউ ‘বিপ্লব’ শব্দটি শুনলেই নাক সিটকায়।’

ফেসবুক পোস্টে তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের কয়েকজন কর্মীর কাছ থেকে হুমকি পেয়েছেন তিনি। তবে এসবকে তিনি হারানোর বেদনা ও হতাশার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন।

সবশেষে শফিকুল আলম লেখেন, ‘আমি আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল। তিনিই আমাদের সৃষ্টি করেছেন, এবং তাঁর কাছেই আমাদের ফিরে যেতে হবে। আমি এই অন্তর্বর্তী সময়ে দায়িত্ব পালনের পর নতুন জীবন অধ্যায়ের জন্য অপেক্ষা করছি।’

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!