AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আদানিকে বকেয়া পরিশোধ করলো বাংলাদেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:২৬ এএম, ২ জুলাই, ২০২৫

আদানিকে বকেয়া পরিশোধ করলো বাংলাদেশ

ভারতের আদানি পাওয়ার লিমিটেডের কাছ থেকে আমদানি করা বিদ্যুৎ বাবদ সব ধরনের বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ। জুন মাসে প্রতিষ্ঠানটিকে এককালীন ৪৩৭ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে সরকার, যা এখন পর্যন্ত সর্বোচ্চ অর্থ পরিশোধ বলে জানা গেছে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বকেয়া মেটানোর এ অর্থের মধ্যে বিদ্যুৎ সঞ্চালন ব্যয়, বিদ্যুৎ ক্রয়চুক্তি (পিপিএ) সংক্রান্ত দেনা এবং অন্যান্য খরচ অন্তর্ভুক্ত ছিল।

নয়াদিল্লির সরকারি সূত্রের বরাত দিয়ে পিটিআই জানায়, এই অর্থ পরিশোধের মাধ্যমে বাংলাদেশের পক্ষ থেকে এখন আর কোনো বকেয়া নেই। বরং আগাম দুই মাসের বিদ্যুৎ বিলের সমপরিমাণ অর্থের জন্য ঋণপত্র (এলসি) খোলা হয়েছে এবং প্রয়োজনীয় সার্বভৌম গ্যারান্টিও দেওয়া হয়েছে।

এর প্রেক্ষিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) আদানি পাওয়ারকে ঝাড়খণ্ডের গড্ডা কেন্দ্রের দুটি ইউনিট থেকেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চালু রাখতে অনুরোধ করেছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাসে বাংলাদেশ ধারাবাহিকভাবে প্রতি মাসে ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার করে আদানিকে পরিশোধ করেছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৫ নভেম্বর আদানি পাওয়ারের সঙ্গে ২৫ বছরের একটি বিদ্যুৎ আমদানিচুক্তি করে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ। ওই চুক্তির আওতায় ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় প্রায় ২০০ কোটি ডলার ব্যয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়, যেখান থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!