চলতি বছরের শুরুতে দক্ষিণ অস্ট্রেলিয়ার হেড কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন জেসন গিলেস্পি। এরপর তিনি পাকিস্তানের দায়িত্ব নিয়েছেন। এতে তার জায়গাটি ফাঁকা হয়ে যায়। এবার তার স্থলাভিষিক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার রায়ান হারিস। খবর ইএসপিএনের।
প্রোটিয়াদের কোচ হয়ে হারিস বলেন, ‘দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়ে আমি রোমাঞ্চিত এবং সম্মানিত, যেখানে আমি ২০ বছরেরও বেশি সময় আগে আমার প্রথম-শ্রেণীর খেলার যাত্রা শুরু করেছিলাম।’
হেড কোচ হিসেবে দায়িত্ব নিতে অপেক্ষার তর সইছে না হারিসের, ‘সবশেষ গ্রীষ্মে এবং আমাদের বর্তমান প্রাক-মৌসুম প্রশিক্ষণের সময় দলের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার পরে আমি জানি, এই স্কোয়াডটি কী করতে সক্ষম। এই যাত্রা শুরু করার জন্য গত বছর আমরা যে ইতিবাচক পদক্ষেপগুলি দেখেছি তা (পরিবেশ) তৈরি করার জন্য অপেক্ষা করতে পারি না।’
শেফিল্ড শিল্ডের সবশেষ আসরে পঞ্চম অবস্থানে ছিল দক্ষিণ অস্ট্রেলিয়া। আর ২০২২-২৩ মৌসুমে চতুর্থ থেকে টুর্নামেন্ট শেষ করেছিল দলটি।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে ২৭ টেস্টে বল হাতে ১১৩ উইকেট নেন হারিস। আর ২১ ওয়ানডেতে ৪৪ এবং ৩ টি-২০ ম্যাচ খেলে ৪ উইকেট শিকার করেছেন সাবেক এই অজি পেসার।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

