চট্টগ্রামের বোয়ালখালীতে ভোরে চোরের দল চালিয়ে নিয়ে গেছে দুইটি সিএনজি চালিত অটোরিকশা। এ ঘটনায় পথে বসেছেন দুই চালক।
শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কালামিয়া স্কুল এলাকার একটি বাড়ি থেকে সিএনজি দুটো চুরি হয়।
কালায়ারহাট এলাকার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোর ৪টার দিকে চোরের দল অটোরিকশা দুটি চালিয়ে নিয়ে যাচ্ছে।
চালক মো. রমজান ও মো. নয়ন জানান, তারা দারোগার বাড়ির একটি ঘরে মাসিক ভাড়ায় গাড়ি রাখতেন। গত বৃহস্পতিবার রাতেও প্রতিদিনের মতো গাড়ি রেখে সকালে এসে দেখেন, দুটি সিএনজি নেই।
তারা জানান, জমি বিক্রির টাকা ও কিস্তিতে গাড়িগুলো কিনেছিলেন, যা হারিয়ে এখন তারা দিশেহারা।
এ বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, “সিএনজি অটোরিকশা চালকরা মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

