ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। যে কারণে ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচে খেলা হচ্ছে না তার। বদলি হিসেবে জেফরি ভ্যান্ডারসেকে দলে নিয়েছে শ্রীলংকা ক্রিকেট।
বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন হাসারাঙ্গা। সেই চোটই তাকে ভারতের বিপক্ষে সিরিজের বাকি দুই ওয়ানডে থেকে ছিটকে দিয়েছে। প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ২৪ রান করার পর বল হাতে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। শ্রীলংকা ম্যাচটি টাই করাতে সক্ষম হয়।
বদলি হিসেবে দলে যুক্ত হওয়া ভ্যান্ডারসে এখন পর্যন্ত ২২টি ওয়ানডে খেলেছেন। ২৭ উইকেট নেয়ার পাশাপাশি তিনি ব্যাট হাতে করেছেন ১১১ রান। জাতীয় দলের জার্সিতে এছাড়াও ১টি টেস্ট ও ১৪টি টি-২০ খেলেছেন তিনি।
হাসারাঙ্গার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে শ্রীলংকা ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রথম ওয়ানডেতে শেষ বল ডেলিভারি করার সময় ও বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা পেয়েছিল। এমআরআই করা হয়েছে, এরপরই ইনজুরির ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।’কলম্বোতে পরের দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে আজ ও ৭ আগস্ট।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

