অস্ট্রেলিয়াকে হারানোর দিনে অনন্য কীর্তি গড়েছেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী। অজিদের পরাজিত করার মধ্য দিয়ে ক্রিকেটে মোট ৪৫টি দেশকে হারানোর কীর্তি গড়লেন এই আফগান ক্রিকেটার।
বিশ্ব ক্রিকেটে টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা মাত্র ১২টি। ৪৫টি দেশের বিপক্ষে জয় পেলেও এর মধ্যে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর সবাই নেই। পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, পাকিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া রয়েছে।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ‘মোহাম্মদ নবী ৪৫টি দেশকে হারানো আফগানিস্তান দলের অংশ।’
নবী তার ক্যারিয়ারে প্রথম জয়ের দেখা পায় ডেনমার্কের বিপক্ষে। সেই সঙ্গে গত ২৩-২৪ বছরে তিনি অনেক দেশের মুখোমুখি হয়েছেন। যার মধ্যে সর্বশেষ জয়টা পেলেন অস্ট্রেলিয়ার মতো দেশের বিপক্ষে।
উল্লেখ্য, মোহাম্মদ নবীর যখন ক্রিকেটে হাতেখড়ি, তখন আফগানিস্তান ক্রিকেট কেবল সূচনালগ্নে। ১৯৯৯-২০০০ সালের দিকে পাকিস্তানের পেশোয়ার থেকে ক্রিকেটে আবির্ভাব হয় আফগানদের। তখন থেকেই নবী প্রতিনিধিত্ব করছেন দলের।
একুশে সংবাদ/ এস কে