সাইড স্ট্রেইন ইনজুরির কারনে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসর থেকে ছিটকে পড়া ব্যাটার ব্রান্ডন কিংয়ের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার কাইল মায়ার্স। কিংয়ের জায়গায় মায়ার্সকে দলে নেওয়ার অনুমতি দিয়েছে আইসিসি।
গত ১৯ জুন ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করার সময় সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েন কিং। এতে ২৩ রানে আহত অবসর নেন তিনি। ঐ ম্যাচটি ৮ উইকেটে হেরে যায় ক্যারিবীয়রা।
২০২০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় মায়ার্সের। এখন পর্যন্ত ৩৭ ম্যাচে ৭২৭ রান করেছেন তিনি।
বিশ্বকাপের সুপার এইট পর্বে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ২ পয়েন্ট পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগামীকাল সুপার এইট পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ক্যারিবীয়রা। সেমিফাইনাল দৌড়ে টিকে থাকতে হলে প্রোটিয়াদের বিপক্ষে জয়ের বিকল্প নেই ওয়েস্ট ইন্ডিজের।
একুশে সংবাদ/ এস কে