টি-২০ বিশ্বকাপের ৩৬তম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়ছে পাকিস্তান।ম্যাচটিতে মোহাম্মদ আমির ও শাহিন আফ্রিদির তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে আইরিশরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ৬ ওভারে পাঁচ উইকেটে ৩২ রান।
রোববার ফ্লোরিডার লডারহিলে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এতে আগে ব্যাট করছে আইরিশরা।দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন অ্যান্ড্রু বালবির্নি ও পল স্টার্লিং। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত করেন শাহিন আফ্রিদি।
ইনিংসের প্রথম ওভারেই বালবির্নিকে বোল্ড করেন আফ্রিদি। একই ওভারে লরকান টাকারের উইকেট শিকার করেন তিনি। এরপরেই আইরিশ দলপতি স্টার্লিংয়ের উইকেট তুলে নেন মোহাম্মদ আমির।
উইকেটে এসে ৬ বল খেলেও রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন হ্যারি টেক্টর। তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন আফ্রিদি। তবে কার্টিস ক্যাম্ফারকে সঙ্গে নিয়ে দলীয় রানের চাকা ঘোরান জর্জ ডকরেল। ভয় ধরানো ডকরেলকে কট অ্যান্ড বোল্ড করেছেন আমির।
পাওয়ার প্লে-েতে পাঁচ উইকেট হারিয়ে খেই হারিয়েছে আইরিশরা। দলের বিপর্যয় সামলানোর চেষ্টায় ক্যাম্ফার ও গ্যারেথ ডেলানি।
একুশে সংবাদ/ এস কে