চলমান টি-২০ বিশ্বকাপের ৩৬তম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। গ্রুপ ‘এ’ থেকে ভারত-যুক্তরাষ্ট্র সুপার এইট নিশ্চিত করেছে। তাই আজকের ম্যাচটি স্রেফ নিয়মরক্ষার। তবুও জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করতে মরিয়া দুদলই।
রোববার ফ্লোরিডার লডারহিলে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। আর খেলা দেখাবে নাগরিক টিভি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এতে আগে ব্যাট করবে আইরিশরা।
ম্যাচটিতে এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে পাকিস্তান। নাসিম শাহের পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন আব্বাস আফ্রিদি। অপরদিকে নিজেদের একাদশে পরিবর্তন এনেছে আয়ারল্যান্ডও। ক্রেইগ ইয়ংয়ের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন বেন হোয়াইট।
পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, বাবর আজম (অধিনায়ক), ফখর আজম, উসমান খান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, আব্বাস আফ্রিদি, হারিস রউফ ও মোহাম্মদ আমির।
আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বালবির্নি, পল স্টার্লিং (অধিনায়ক), লরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, ব্যারি ম্যাককার্থি, জস লিটল ও বেন হোয়াইট।
একুশে সংবাদ/ এস কে