টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরে যায় কানাডা। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয় কানাডা। অপরদিকে টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকেই ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে পাকিস্তানের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। আর খেলা দেখাবে নাগরিক টিভি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, আজম খান, ইমাদ ওয়াসিম, শাদাব খান, সাইম আইয়ুব, ইফতিখার আহমেদ, আবরার আহমেদ, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, আব্বাস আফ্রিদি ও হারিস রউফ।
নেপাল দল: রোহিত পৌদেল (অধিনায়ক), আসিফ শেখ, অনিল কুমার শাহ, কুশল ভুরটেল, কুশল মল্লা, দীপেন্দ্র সিং আইরি, ললিত রাজবংশী, করন কেসি, গুলশান ঝা, সোমপাল কামি, প্রাটিস জিসি, সন্দীপ জোরা, অভিনাশ বোহরা, সাগর ধাকাল ও কমল সিং আইরি।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

