এক পা এগিয়ে বোলারের মাথার ওপর দিয়ে দারুণ ছক্কা মারলেন এক ব্যাটার। এরপরই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের থানের মিরা রোড এলাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে সেই ক্রিকেটারের পরিচয় এখনো জানা যায়নি।
সোমবার (৩ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে গোলাপি জার্সি পরা এক ব্যাটার বোলারের মাথার ওপর দিয়ে একটি লাফটেড শট চালাচ্ছেন।
তবে পরের ডেলিভারি মুখোমুখি হওয়ার আগেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ওই সময় অন্যান্য খেলোয়াড়রা তাকে সাহায্যে এগিয়ে আসেন। কিন্তু তিনি মাটি থেকে আর উঠতে পারেননি। স্থানীয় পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

