AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৪ ঘণ্টা ২৯ মিনিট! পাঁচ সেট লড়ে জয় জোকোভিচের


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:১৭ পিএম, ২ জুন, ২০২৪

৪ ঘণ্টা ২৯ মিনিট! পাঁচ সেট লড়ে জয় জোকোভিচের

ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন নোভাক জোকোভিচ। তৃতীয় রাউন্ডে পুরুষ সিঙ্গলসের শীর্ষ বাছাই জিততে হল কঠিন লড়াই করে। ইটালির লরেঞ্জো মুসেত্তিকে হারালেন পাঁচ সেটের লড়াইয়ে। জোকারের পক্ষে ম্যাচের ফল ৭-৫, ৬-৭ (৬-৮), ২-৬, ৬-৩, ৬-০।

গত কয়েক সপ্তাহ ধরেই চেনা ফর্মে নেই ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। ফর্মে না থাকার ছাপ ফরাসি ওপেনের কোর্টেও পড়ছে জোকোভিচের খেলায়। প্রথম তিন সেটে ইটালির ২২ বছরের তরুণ কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বিশ্বের এক নম্বরকে। প্রথম সেট ৭-৫ ব্যবধানে জিতলেও দ্বিতীয় সেট গড়ায় টাইব্রেকারে। তাতেও বাজিমাত করেন মুসেত্তি। দ্বিতীয় সেট ছিনিয়ে নেওয়ার পর আত্মবিশ্বাসী ইটালীয়কে তৃতীয় সেটে আরও বিপজ্জনক দেখায়। অন্য দিকে জোকোভিচ ছন্দ খুঁজে পাচ্ছিলেন না। তাঁর কোনও কিছুই যেন ঠিক মতো হচ্ছিল না। ২-৬ ব্যবধানে তৃতীয় সেট খুইয়ে ১-২ ব্যবধানে পিছিয়ে পড়েন গত বারের চ্যাম্পিয়ন।

কথায় বলে ওস্তাদের মার শেষ রাতে। অনেকটা তেমন ভাবেই চতুর্থ সেটে আবার ঘুরে দাঁড়ান জোকার। ৬-৩ ব্যবধানে জিতে সমতা ফেরান। এর পর নির্ণায়ক পঞ্চম সেটে প্রতিপক্ষকে আর সুযোগ দেননি জোকোভিচ। ৬-০ ব্যবধানে উড়িয়ে দেন মুসেত্তিকে।

৪ ঘণ্টা ২৯ মিনিট লড়াইয়ের পর ফরাসি ওপেনের শেষ ১৬য় জায়গা করে নিলেন জোকোভিচ। চতুর্থ রাউন্ডে তাকে খেলতে হবে ২৩তম বাছাই আর্জেন্টিনার ফ্রান্সিসকো সেরুন্ডলোর বিরুদ্ধে।

একুশে সংবাদ/এস কে

 

Link copied!