কেশবপুরে হনুমানের কামড়ে নারী ও শিশুসহ চারজন আহত হয়েছেন। ২জুলাই দিনগত রাতে একদল হনুমান হামলা করে। তারা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তবে ওই হাসপাতালে কোনো ভ্যাকসিন নেই বলে জানা গেছে।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, জাহানপুর গ্রামের একটি মহল্লায় বুধবার দিবাগত রাতে একদল হনুমান হামলা করে। সেখানে হনুমান দল একে একে চারজনকে কা-ম-ড়ে আহত করে।
আহতরা হলেন- জাহানপুর গ্রামের সাব্বির হোসেনের স্ত্রী সুমা বেগম (২১), মমিনুল ইসলামের ছেলে আবু সাঈদ (১১), নেছার আলীর স্ত্রী শুকুরজান (৪৫) ও লাবনী আক্তার (৩৫)।
আহতরা জানান, হনুমানের জন্য সরকারি খাদ্য বরাদ্দ থাকলেও তাদের এলাকায় কখনো হনুমানের খাদ্য দেওয়া হয় না।
কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, হনুমানের কামড়ে আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে ভ্যাকসিন দিতে হবে। তবে হাসপাতালে ভ্যাকসিন নেই।
একুশে সংবাদ//ঢা.প//র.ন