AB Bank
ঢাকা শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪, ৩০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

তীরে এসে তরী ডুবলো বাংলাদেশের


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:৪৬ পিএম, ২৬ মার্চ, ২০২৪
তীরে এসে তরী ডুবলো বাংলাদেশের

বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ের দ্বিতীয় লেগে ফিলিস্তিনের বিপক্ষে মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে পুরো ম্যাচ শক্তিশালী ফিলিস্তিনকে আটকে রেখেছিল জামাল ভূঁইয়ারা। তবে শেষ মুহূর্তে নিজেদের রক্ষণভাগের ভুলে গোল হজম করে বসে স্বাগতিকরা। এতে ১-০ গোলে হার দেখতে হলো হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের।

মঙ্গলবার ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় ‘আই’ গ্রুপের ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে নামে ফিলিস্তিন। ম্যাচটির অতিরিক্ত সময়ে (৯০+৪) একমাত্র জয়সূচক গোলটি করেন সফরকারীদের মিশেল তেরমানিনি। এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের দুইয়ে নিজেদের অবস্থান ধরে রাখলো ফিলিস্তিন।

এর আগে বাছাইপর্বের প্রথম লেগে কুয়েতে অনুষ্ঠিত ম্যাচে একই প্রতিপক্ষের বিরুদ্ধে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। আজকের ম্যাচেও ১টি গোল হজম করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে দুই লেগ মিলিয়ে ৬-০ গোলে এগিয়ে থেকে পূর্ণ পয়েন্ট আদায় করে নিলো মুসাব আল-বাত্তাতের দল।

বাংলাদেশ ও ফিলিস্তিনের র‍্যাংকিং ব্যবধান ৮৬। পাঁচ দিন আগেই কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই বাংলাদেশ আজ হোম ম্যাচে ফিলিস্তিনকে প্রায় রুখে দিয়েছিল। যদিও শেষ রক্ষা হয়নি৷

দ্বিতীয়ার্ধের শুরুটা বাংলাদেশের ভালো হয়নি৷  ৪৮ মিনিটে শাকিলের ব্যাকপাস মিতুল বাড়াতে গিয়ে ফিলিস্তিনের দাবাগকে বল দিয়ে দেন। ফাঁকা জালে মিস করেন আগের ম্যাচের হ্যাটট্রিক ম্যান। দশ মিনিট পর সেই দাবাগের অসাধারণ হেড মিতুল মারমা দুর্দান্ত সেভ করেন। আলাদিন হাসানের দূরপাল্লার শটও ভালো সেভ করেন মিতুল।

৭০ মিনিটে বাংলাদেশ কেচ কয়েকটি পরিবর্তন করেন৷ অধিনায়ক জামাল, ফাহিমের পরিবর্তে
সোহেল রানা, ফাহিম নামেন ৷ বাংলাদেশ দ্বিতীয়ার্ধে ভালো ফুটবল খেলেও ইনজুরি সময়ে মনঃসংযোগের ভুলে ম্যাচ হারল।

একুশে সংবাদ/এস কে

 

 

Link copied!