AB Bank
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিপিএলে ৩ ম্যাচ খেলে যত টাকা নিয়েছেন মিলার


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১২:২৭ পিএম, ১৬ মার্চ, ২০২৪
বিপিএলে ৩ ম্যাচ খেলে যত টাকা নিয়েছেন মিলার

সদ্য সমাপ্ত বিপিএল মাতিয়ে গেছেন ডেভিড মিলার। তার দল ফরচুন বরিশালও প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। সদ্য শেষ হওয়া বিপিএলে মাত্র ৩ ম্যাচ খেলেছেন দক্ষিণ আফ্রিকার তারকা এ ব্যাটসম্যান। এই তিন ম্যাচে তিনি কত উপার্জন করেছেন তা নিয়ে অনেকেরই প্রশ্ন।

দক্ষিণ আফ্রিকার হার্ড-হিটার মিলার বিশ্ব মানের ব্যাটসম্যান হলেও এবারের বিপিএলে তেমন কিছু করে দেখাতে পারেননি। ৩ ম্যাচে প্রোটিয়া এ ব্যাটার করেছেন মাত্র ৪৭ রান। যদিও তার পারফরম্যান্সে বরিশালের শিরোপা জিততে তেমন প্রভাব পড়েনি।

বিপিএলের খেলে তিনি কত অর্থ পেয়েছেন তা কর্তৃপক্ষ না জানালেও পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম মিলারের অর্থের বিষয়টি খোলাসা করেছেন। পাকিস্তানের কিংবদন্তি এই পেসার জানিয়েছেন, মিলার ৩ ম্যাচ খেলে দেড় লাখ মার্কিন ডলার পেয়েছেন। যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার টাকা।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলাকালীন এক অনুষ্ঠান ‍‍`দ্য প্যাভিলিয়ন‍‍`-এ এই কথা জানান আকরাম। তিনি বলেন, ‘বিপিএল নিয়ে আজ আমরা আলোচনা করছিলাম। পিএসএল চলায় আমাদের সেভাবে বিপিএল দেখা হয়নি।’

এরপর তিনি বলেন, ‘আমি জানতে পেরেছি যে, ডেভিড মিলারকে নাকি তিন ম্যাচ খেলার জন্য দেড় লাখ মার্কিন ডলার দেয়া হয়েছে! আর সেই কারণেই নাকি সে তার বিয়ে স্থগিত করে খেলতে এসেছিল!’

ওয়াসিম আরও বলেন, ‘এখানে তো পাকিস্তানের লিগ বাদে আর কিছু আলোচনা হয় না। তো আমরা জানতে চেয়েছিলাম সদ্য শেষ হওয়া বিপিএলের অবস্থা সম্পর্কে। তখন আমি এমন তথ্য জানতে পারি।’

ওয়াসিম আকরাম জানালেও, বিপিএল কর্তৃপক্ষ কিংবা বরিশাল ফ্র্যাঞ্চাইজি এই বিষয়ে কোন মন্তব্য করেনি। এমনকি বিপিএল ড্রাফটে দেশি–বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানো হলেও, তাদের অর্থমূল্য সেভাবে প্রকাশ করা হয় না। 

একুশে সংবাদ/এস কে

Link copied!