AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৩০ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ড দলে নেই কনওয়ে-ও’রুর্ক


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:১১ পিএম, ৪ মার্চ, ২০২৪
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ড দলে নেই কনওয়ে-ও’রুর্ক

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে ও পেসার উইল ও’রুকে।বাঁ-হাতের বুড়ো আঙুলের ইনজুরিতে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন কনওয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পেসার এডাম মিলনের ডেলিভারি ধরতে গিয়ে আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন উইকেটরক্ষক কনওয়ে।

এরপর সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি এবং প্রথম টেস্টে খেলতে পারেননি কনওয়ে। এবার দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন না তিনি। নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, কনওয়ের বাঁ-হাতের বুড়ো আঙুলে সামান্য চিড় ধরা পড়েছে। এজন্য অস্ত্রোপচার করতে হবে কনওয়েকে।

এছাড়াও আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে খেলতে পারবেন না কনওয়ে। আইপিএলের শেষদিকে মাঠে দেখা যেতে পারে তাকে। তবে আগামী জুনে টি-টোয়েন্টি বিশ^কাপের আগে কনওয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।  

ওয়েলিংটনে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচ মিস করবেন ও’রুর্ক। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন পেসার বেন সিয়ার্স। সিরিজের দ্বিতীয় টেস্টেই অভিষেক হতে পারে সিয়ার্সের। নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১৩টি টি-টোয়েন্টিতে ১৬ উইকেট এবং ১৯টি প্রথম শ্রেনির ক্রিকেটে ৫৮ উইকেট শিকার করেছেন তিনি।

ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১৭২ রানের বড় ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড। আগামী ৮ মার্চ থেকে ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

একুশে সংবাদ/এস কে

Link copied!