দশম বিপিএলে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে ফরচুন বরিশাল। ম্যাচটিতে জিতলেই আসরের প্লে-অফ নিশ্চিত করবে তারা। আর হারলে পড়তে হবে সমীকরণের জটিল মারপ্যাঁচে।বাঁচা-মরার ম্যাচের আগে স্কোয়াডে শক্তি বাড়িয়েছে বরিশাল। এবার দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান ডেভিড মিলারকে দলে ভিড়িয়েছে তারা। শুরুতে তার বিপিএলে আসার সময় জানা না গেলেও এবার জানা গেছে।বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বরিশাল জানিয়েছে, ফরচুন বরিশালের বিদেশি ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার আগামী ২৫ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন।
এর আগে বিপিএলের শুরু থেকেই মিলারের আগমনের আলোচনা চললেও, সময়টা নিশ্চিত করতে পারেনি তামিম ইকবালের দলটি। অবশেষে তারা সেই ঘোষণা দিয়েছে। তবে এমন সময়ে প্রোটিয়া ব্যাটসম্যানের আগমনের কথা জানা গেল, যখন দলটির প্লে-অফে ওঠার বিষয় রয়েছে অনিশ্চয়তায়। অর্থাৎ, প্লে-অফে উঠলেই কেবল মিলারকে দেখা যাবে বরিশালের জার্সিতে।
শুক্রবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে নামবে তামিমের বরিশাল। যেখানে তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচটি মাঠে গড়াবে দুপুর ২টায়।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কিছুটা হলেও তারা বিপাকে পড়ে যায়। কারণ দলটির দুই বিদেশি তারকা কেশভ মহারাজ এবং টম ব্যান্টন ইতোমধ্যেই বিপিএল ছেড়েছেন। তবে বরিশাল ভক্তদের জন্য সকালে কিছুটা স্বস্তির খবর এসেছে, জেমস ফুলারকে দলে ভিড়িয়েছে ফরচুনরা।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

