AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৫২ পিএম, ১৮ জানুয়ারি, ২০২৪

অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো বাংলাদেশ

নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শুক্রবার (১৯ জানুয়ারি) দেশটিতে বসবে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। মূল লড়াইয়ে নামার আগে অন্যদলগুলোর মতো বাংলাদেশও দুইটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। 

যেখানে প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১১২ রানের হারের স্বাদ পায় টাইগার যুবারা। তবে  নিজেদের দ্বিতীয় ও সর্বশেষ প্রস্তুতি ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ জয়ে আত্মবিশ্বাস ঝালিয়ে নিলো বাংলাদেশ।

পেসার রোহানাত দৌলাহ বর্ষণের হ্যাটট্রিকসহ চার উইকেটের ঝলকে অস্ট্রেলিয়ার যুবাদের ১০৭ বল বাকি থাকতেই ৫ উইকেটে হারিয়েছে অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ ক্রিকেট দল। ইয়াং টাইগার্সরা ছাড়াও অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের শেষ দিনে আজ জয় পেয়েছে ভারত, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড।

আজ প্রস্তুতি ম্যাচের শেষ দিনে প্রিটোরিয়ায় বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার যুবারা। শুরুটা খারাপ ছিল না তাদের। এক পর্যায়ে তাদের স্কোর ছিল ৩ উইকেটে ১৩৭ রান। এরপরই বল হাতে দ্যুতি ছড়ালেন বর্ষণ। তার হ্যাটট্রিকের সুবাদে ১৬৫ রানেই গুটিয়ে যায় অজি বাহিনী।

রান তাড়ায় চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের ৫৯ বলে ৫৩ রানের দায়িত্বশীল ইনিংসে ম্যাচ জিতে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ২০ জানুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

 
একুশে সংবাদ/এস কে 

Shwapno
Link copied!