সৌদি আরবের জেদ্দায় শুরু হবে ফিফা ক্লাব বিশ্বকাপের ২০তম আসররের পর্দা উঠবে আজ। গত আসরের চ্যাম্পিয়ন সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদ ও নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটির মধ্যকার লড়াই দিয়ে পর্দা উঠবে নতুন আসরের।
প্রতি বছর আন্তর্জাতিক ক্লাব ফুটবলের এই প্রতিযোগিতা আয়োজন করে ফিফা। আগামী ২২ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপাজয়ী ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, কোপা লিবারতাদোরেস চ্যাম্পিয়নস ব্রাজিলের ফ্লুমিনেন্স, মিশরের ক্লাব আল আহলি, মেক্সিকোর লিয়ন এবারের আসরে অংশ নেবে।
প্রতিযোগিতাটির চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ ডলার, সঙ্গে ঝকঝকে একটি ট্রফি যোগ হবে তাদের কেবিনেটে। রানার আপদের দেওয়া হবে ৪০ লাখ ডলার।
একুশে সংবাদ/এস কে