AB Bank
ঢাকা শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪, ৩০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন স্ক্যালোনি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:০২ পিএম, ২২ নভেম্বর, ২০২৩
দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন স্ক্যালোনি

গত বছর লিওনেল স্ক্যালোনির হাত ধরেই কাতার বিশ্বকাপের শিরোপা ঘরে আনে আর্জেন্টিনা। বিশ্বকাপের শিরোপা জয়ের এক বছর হওয়ার আগেই আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন স্ক্যালোনি।মারাকানায় ব্রাজিলের বিপক্ষে দারুণ এক জয়ের পরেই নিজের পদত্যাগের ইঙ্গিত দেন এই কোচ।

মারাকানার ম্যাচ শেষে জাতীয় দলের ব্যাপারে নিজের অভিমত জানান স্কালোনি। জাতীয় দলে নিজের ভবিষ্যত নিয়ে ভাবতে চান আলবিসেলেস্তেদের বিশ্বকাপ এনে দেওয়া এই কোচ। যেখানে তিনি বলেছিলেন, ‘আমি কী করতে যাচ্ছি তা নিয়ে আমাকে ভাবতে হবে।’

তবে এখনই বিদায় নিচ্ছেন না বলেও আশ্বস্ত করেছেন এই কোচ, ‘এটা বিদায় নয়, তবে দলের প্রত্যাশার মাত্রা বেশ উঁচু। এই দল আপনাকে পুরোদমে চায়, আপনার সর্বোচ্চ শক্তি থাকতে হবে। জাতীয় দলের এমন একজন কোচ দরকার যার সমস্ত শক্তি আছে।’

লিওনেল স্কালোনির এমন মন্তব্যের সময় ড্রেসিংরুমে অনেকেই ছিলেন না। আবার যারা ছিলেন তারাও খুব বেশি মনোযোগী ছিলেন না কোচের কথায়। তবে আর্জেন্টিনার স্থানীয় গণমাধ্যমে আলাপকালে প্রত্যেকেই আশা প্রকাশ করেছেন নিজের পদে কাজ চালিয়ে যাবেন কোচ স্কালোনি।

নিকোলাস ওটামেন্ডি, রোমেরো আর ম্যাক অ্যালিস্টারদের প্রত্যেকেই কোচ স্কালোনিকেই নিজেদের গুরু হিসেবে দেখতে চান। আজকের ম্যাচে দলের জয়ের নায়ক ওটামেন্ডির কথায় উঠে এসেছে সেই সময়ের ড্রেসিংরুমের চিত্র।

তিনি বলেন, ‘সে সময় অনেকেই ড্রেসিংরুমে প্রবেশই করেনি। ফিডেও (ডি মারিয়া) তখন ডোপিং টেস্ট দিচ্ছিলো আর লিও (মেসি) তখন মেডিকেল সেবা নিচ্ছিল। মানে আমরা সবাই একসঙ্গে ছিলাম না। কিন্তু পরে আমরা নিশ্চয়ই এটা নিয়ে কথা বলব।’

অভিজ্ঞ এই ডিফেন্ডার অবশ্য এখনই কোচের পদত্যাগ নিয়ে কথা বলতে আগ্রহী নন, ‘আমাদের এটা নিয়ে কথা বলতে হবে। এখন আমার মনে হয় আমাদের ব্যক্তিগতভাবে অবশ্যই তার সঙ্গে কথা বলা উচিত। আমরা এই মন্তব্য পেয়েছি আর এখন কথা বলার চেষ্টা করে দেখব কি হয়।’

এদিকে দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য কুটি রোমেরো বলেছেন, ‘ড্রেসিংরুমে এমন কোন কথাই হয়নি। আমি জানিনা তার মনে কী চলছে। আমরা চেষ্টা করব একসঙ্গে থাকার, তিনি আমাদের দলে একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি।’


একুশে সংবাদ/এস কে 

Link copied!