AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১১:০৩ এএম, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

চলমান এশিয়ান গেমসে নারী ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। টাইগ্রেসদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের মেয়েরা ৯ উইকেট হারিয়ে ৬৪ রান করে থেমে যায়। ১০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করে ব্রোঞ্জ পদক নিজেদের করে নেয় বাংলাদেশের মেয়েরা।


এশিয়ান গেমসে এই উল্লাসের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে আট বছর। হাংজুর জিজিয়াং বিশ্ববিদ্যালয় ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের উল্লাস। ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে বাংলাদেশ কোনো পদক পায়নি।

 

এর আগে,  ফাইনালে ওঠার লড়াইয়ে রোববার ভারতের কাছে বাংলাদেশ হেরে যায়। একই দিন শ্রীলংকার কাছে হেরে যায় পাকিস্তানের মেয়েরা।


টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করে পাক নারীরা। জবাব দিতে মাঠে নেমে ১৮.২ ওভারে ১০ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা।

 

স্লো পিচে টার্গেট তাড়া করতে মাঠে নেমে  দেখে শুনে শুরু করে বাংলাদেশ। ৩৪ রানের মধ্যে ৩ উইকেট হারানোর পর কিছুটা চপে পড়ে যায় টাইগ্রেসরা। বিশেষ করে বাঁহাতি স্পিনার নাসরা সান্ধুর বলগুলো মোকাবেলা করতে বেশ বেগ পেতে হয় জ্যোতিদের।

 

তবে পঞ্চম উইকেটে স্বর্না আক্তার এবং রিতু মনি ঠান্ডা মথায় বাকি কাজটি সারেন। ৫ উইকেট হারিয়ে ১৮.২ ওভারে নির্দিষ্ট গন্তব্যে পৌছে যায় মেয়েরা।

 

বাংলাদেশের হয়ে শারমিন এবং সাথী সমান ১৩ রান করেন। দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন স্বর্না আক্তার।

 

বল হাতে এদিন সবাই-ই ছিলেন কার্যকর। ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সফলতম বোলার স্বর্ণা আক্তার। ৪ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা। ৩ ওভারে ২ রান দিয়ে ১ উইকেট নেন মারুফা আক্তার।বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নেওয়া স্বর্ণা ব্যাট হাতেও করেন সর্বোচ্চ অপরাজিত ১৪ রান।

 

একুশে সংবাদ/স ক 

Shwapno
Link copied!