AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানে পৌঁছে সমর্থকদের তাড়া খেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৪৭ পিএম, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

ইরানে পৌঁছে সমর্থকদের তাড়া খেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে ইরানে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে ইরানের ক্লাব পারসেপোলিসের বিরুদ্ধে খেলবেন তিনি। রোনালদো ইরানে পা দেওয়ার পর থেকে উত্তেজনা ভক্তদের মধ্যে। আল নাসেরের টিম বাস তাড়া করছেন তাঁরা। ঢুকে পড়ছেন হোটেলেও।


আল নাসের ইরানে পৌঁছনোর পর থেকেই তেহরানের রাস্তায় উৎসবের পরিবেশ। বিমানবন্দর থেকে টিম বাস বার হওয়ার পর থেকেই বাসের পিছনে ছুটতে শুরু করেন অনুরাগীরা। রোনালদোর এক ঝলক দেখার অপেক্ষায় তারা। রাস্তায় ভিড় জমে যায়। কোনও রকমে টিম বাস হোটেলে পৌঁছয়। সেখানেও জোর করে ঢুকে পড়েন অনেক রোনালদো-ভক্ত। তাদের সামলাতে হিমশিম খান নিরাপত্তারক্ষীরা।


তেহরানের রাস্তায় সমর্থকদের উন্মাদনা থেকে পরিষ্কার, কেরিয়ারের শেষ প্রান্তে এসে পৌঁছলেও তার ভক্তের সংখ্যায় ভাটা পড়েনি। আগে যেমন ইউরোপের যে শহরে যেতেন সেখানে ভক্তদের উন্মাদনা দেখা যেত, এখন সেটা দেখা যাচ্ছে এশিয়ার বিভিন্ন দেশে। রোনালদো, রোনালদো চিৎকারে কান পাতা দায়।


ইউরোপের ফুটবল ছেড়ে এশিয়ার ফুটবলে এসেছেন রোনালদো। তার মানের ফুটবলারকে প্রথম বার দেখছেন এশিয়ার ফুটবল ভক্তেরা। সেই কারণে উন্মাদনা আরও বেশি। এই প্রথম বার ইরানে গিয়েছেন রোনালদো। তাই সেখানকার ভক্তেরা রাস্তায় নেমে পড়েছেন। এক বার নিজেদের পছন্দের তারকাকে দেখতে ছুটে বেড়াচ্ছেন তারা।


একুশে সংবাদ/স ক 

Shwapno
Link copied!