AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১০ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অনির্দিষ্টকালের জন্য স্থগিত পিএসএল


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১২:১৭ এএম, ১০ মে, ২০২৫

অনির্দিষ্টকালের জন্য স্থগিত পিএসএল

ভারত-পাকিস্তানের সীমান্ত উত্তেজনা এবার বড় প্রভাব ফেলল ক্রীড়াঙ্গনে। আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করার পর এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি আজ শুক্রবার (১০ মে) এক বিবৃতিতে জানায়,“সীমান্তে যুদ্ধ পরিস্থিতির অবনতি এবং নিরাপত্তা ঝুঁকির কারণে প্রধানমন্ত্রীর পরামর্শে পিএসএলের বাকি আটটি ম্যাচ স্থগিত করা হয়েছে।”

গতকাল রাওয়ালপিন্ডিতে পেশোয়ার জালমি ও করাচি কিংসের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্টেডিয়ামের বাইরে ভারতীয় ড্রোন হামলার কারণে ম্যাচটি বাতিল করা হয়। একই কারণে আজকের ম্যাচও স্থগিত করা হয়। এরপরই পিএসএল পুরোপুরি বন্ধের ঘোষণা এল।

পাকিস্তানি গণমাধ্যমগুলো আগেই জানিয়েছিল, পিএসএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরের চিন্তাভাবনা ছিল। দু’দেশের বোর্ডের মধ্যে আলোচনা হয়েছিল বলেও খবর প্রকাশ পেয়েছিল। তবে শেষমেশ নিরাপত্তা পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে সেই পরিকল্পনাও বাতিল করা হয়।

পিএসএলে বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছিলেন নাহিদ রানা ও রিশাদ হোসেন। এছাড়া তাদের খেলা কভার করতে পাকিস্তানে ছিলেন দুইজন বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক।
পিসিবির ব্যবস্থাপনায় তাদের সবাইকে আজ রাতেই বিশেষ ফ্লাইটে দুবাই হয়ে দেশে ফেরানো হচ্ছে বলে জানিয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

পিসিবি তাদের বিবৃতিতে বলেছে,“খেলাধুলা মানুষের আনন্দের উৎস। এই অস্থির সময়েও আমরা প্রতিটি অংশীদার, ফ্র্যাঞ্চাইজি ও ভক্তদের ধন্যবাদ জানাই। আশা করছি, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আমরা মাঠে ফিরব।”

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Shwapno
Link copied!