ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। এমন পরিস্থিতিতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানাকে ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার (৯ মে) রাতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এক ভিডিও বার্তায় জানান, “রিশাদ ও নাহিদকে আজ রাতেই বিশেষ ফ্লাইটে পাকিস্তান থেকে দুবাই হয়ে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।”
বিসিবি সভাপতি বলেন, “ভারত-পাকিস্তানের এই সামরিক উত্তেজনা শুধু রাজনৈতিক বা কূটনৈতিক বিষয় নয়, এর বড় প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনেও। আমাদের দুইজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার সেখানে অবস্থান করছেন—এটি নিয়ে আমরা শুরু থেকেই উদ্বিগ্ন ছিলাম।”
তিনি আরও জানান, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সমন্বয়ক শাহরিয়ার নাফীস এবং তিনিও ব্যক্তিগতভাবে পিএসএলের সিইও ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন।
শুধু ক্রিকেটার নয়, পাকিস্তানে থাকা বাংলাদেশের দুই ক্রীড়া সাংবাদিকের দিকেও নজর রেখেছে বিসিবি। এ বিষয়ে ফারুক আহমেদ বলেন, “তাদের নিরাপত্তাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি তাদের অনুরোধ করেছি, যেন ক্রিকেটারদের সঙ্গেই তারা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সুযোগ পান।”
ফারুক আহমেদ বলেন, “পিসিবি বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে খুবই আন্তরিকভাবে কাজ করছে। আমাদের বিশ্বাস, দ্রুত সময়ের মধ্যেই সব ব্যবস্থা সম্পন্ন হবে।”
তিনি আরও জানান, বাংলাদেশ হাইকমিশনের সামরিক সংযোগ কর্মকর্তার সঙ্গেও সমন্বয় করা হয়েছে।
বিসিবি সভাপতি শেষে বলেন, “আমরা আশাবাদী, রিশাদ ও নাহিদকে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হবে। প্রয়োজন হলে তাদের সঙ্গে ক্রীড়া সাংবাদিকদেরও একই বিমানে ফেরত পাঠানো হবে। বিসিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”
একুশে সংবাদ/স.কা/এ.জে
আপনার মতামত লিখুন :