ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনার ছায়া ক্রীড়ার মঞ্চেও পড়েছে, যেখানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা ও স্পিনার রিশাদ ।
মঙ্গলবার ৬ মে গভীর রাতে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার জেরে পাকিস্তানের ৯টি স্থানে আঘাত হানা হয়। তবে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নিয়ে ১০ জন ভারতীয় নিহতের দাবি করেছে এবং অন্তত ৫টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের কথা বলেছে।
এই পরিস্থিতি মধ্যেই পিএসএলের গ্রুপ পর্বে নাহিদের পেশোয়ার জালমি দল দুইটি, আর রিশাদের লাহোর কালান্ডার্স দল একমাত্র ম্যাচ বাকি রেখেছে। উভয় দলের প্লে-অফ–ফাইনালে পৌঁছালে তাদের পাকিস্তানে অবস্থানের মেয়াদ মে মাসের ১৮ তারিখ পর্যন্ত বাড়তে পারে। যুদ্ধের হুংকার ঝড়ো আবহে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি সূত্র জানায়, “আমরা পিএসএল কর্তৃপক্ষের কাছে নাহিদ ও রিশাদকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার অনুরোধ জানিয়েছি। খেলোয়াড়দের সঙ্গে সরাসরি যোগাযোগ না করলেও, পরিস্থিতি আরও উত্তপ্ত হলে তাঁদের দেশে ফেরানোর পদক্ষেপ নেওয়া হবে।” বোর্ডের এ সিদ্ধান্ত পুরোপুরি বর্তমান সংকটের পরবর্তী আবহ এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নের ওপর নির্ভর করবে।
একুশে সংবাদ/চ.ট/এ.জে
আপনার মতামত লিখুন :