AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৮ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট চলতি মাসেই


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৫৭ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
বিপিএলের প্লেয়ার্স ড্রাফট  চলতি মাসেই

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০তম আসরের পর্দা উঠবে ২০২৪ সালের জানুয়ারিতে। প্রতিবারের মতো এবারের আসরের আগেও পরিবর্তন এসেছে ফ্র্যাঞ্চাইজির নামে, পরিবর্তন হয়েছে মালিকানায়ও।


চলতি মাসের ২৪ তারিখে অনুষ্ঠিত হবে বিপিএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট।


ঢাকা ফ্র্যাঞ্চাইজিটি গত আসরে ছিল রুপা গ্রুপের অধীনে। এবার সেটি ‘নিউটেক্স’ গ্রুপের মালিকানায় থাকবে। নামও বদলে ঢাকা ডমিনেটরস থেকে হয়ে গেছে দুর্দান্ত ঢাকা।  

 

এর বাইরে বাকি দলগুলো থাকছে আগের মতোই।দলগুলো হলো, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মোট সাত দল নিয়ে হবে এবারের বিপিএল।  

 

প্লেয়ার্স ড্রাফটের আগে তিনজন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে দলগুলো। এর সঙ্গে সুযোগ থাকছে বিদেশি ক্রিকেটারদের ড্রাফটের বাইরে থেকে নেওয়ার। ইতোমধ্যে বেশ কিছু ক্রিকেটারকে নিশ্চিতও করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।  

 

বিপিএলের আগামী আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান, শেখ মাহেদী হাসান, হাসান মাহমুদ ও নুরুল হাসান সোহান। এছাড়া বিদেশি ক্রিকেটারদের মধ্যে বাবর আজম, ওয়ানিন্দু হাসারাঙ্গা, পাথিরানাদের নিশ্চিত করেছে দলটি।

 

একুশে সংবাদ/স ক 

Link copied!