AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অস্ট্রেলিয়ার কাছে গ্র্যান্ড ফাইনাল: লিঁও


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:২২ পিএম, ৫ জুন, ২০২৩
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অস্ট্রেলিয়ার কাছে গ্র্যান্ড ফাইনাল: লিঁও

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের  বিপক্ষে ম্যাচকে ‘গ্র্যান্ড ফিনাল’  হিসেবে দেখছেন  অস্ট্রেলিয়া দলের স্পেশালিষ্ট স্পিনার নাথান লিঁও।

 

টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে সেরা দল হয়েই ফাইনালে উঠে অস্ট্রেলিয়া। পয়েন্ট টেবিলে ১৯ ম্যাচে ৬৬ দশমিক ৬৭ শতকরা পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকে অসিরা। সেরার তকমা নিয়ে প্রথমবারের মত টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া। বহুবার আইসিসির ইভেন্টে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের বিশ্বকাপের ফাইনাল খেলেছে অসিরা। এবার টেস্ট বিশ্বকাপের ফাইনালকে ‘গ্র্যান্ড ফিনাল’ বলছেন লিঁও।

 

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সাথে আলোচনায় রয়েছে অ্যাশেজ সিরিজও। কারন ফাইনাল শেষ হবার পরপরই ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ শুরু করবে অস্ট্রেলিয়া। কিন্তু এখন টেস্ট ফাইনালের দিকেই মনোযোগ অস্ট্রেলিয়ার। লিঁও বলেন, ‘হ্যাঁ, আমরা অ্যাশেজ খেলবো কিন্তু তার আগে আমাদের একটি বড় খেলা আছে, সেটির জন্য প্রস্তুত হতে হবে। এটা (টেস্ট ফাইনাল) আমাদের কাছে গ্র্যান্ড ফিনাল এবং এখান থেকেই আমাদের মৌসুম শুরু হবে।’

 

ফাইনাল নিয়ে নিজেদের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে খুশি লিঁও। তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা অনুযায়ী  আমাদের অবস্থানে  আমরা খুশি। আমরা বুঝতে পারছি আমরা কোথায় আছি এবং এটি ঠিক আছে। ফাইনালের অংশ হতে পারা রোমাঞ্চকর ও পার্শবর্তী  সবকিছুই অনেক বেশি বিশেষ কিছু।’

 

অ্যাশেজের সাথে ফাইনাল নিয়েও অস্ট্রেলিয়ান ভক্তদের রোমাঞ্চিত থাকা উচিত বলে মনে করেন লিঁও। তিনি বলেন, ‘আমি জানি প্রত্যেক অস্ট্রেলিয়ান ভক্ত অ্যাশেজের দিকে তাকিয়ে এবং এটাই হওয়া উচিত। কিন্তু ফাইনাল নিয়েও তাদের রোমাঞ্চিত হওয়া উচিত।’

 

কোন প্রস্ততি ম্যাচ ছাড়াই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে ফাইনালটি হবে অসিদের জন্য অ্যাশেজের প্রস্তুতি।  

 

এ বছরের শুরুতে ভারতের মাটিতে চার ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিলো অস্ট্রেলিয়া। ঐ সিরিজের ফল টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালে কোন প্রভাব ফেলবে না মনে করেন লিঁও। তিনি বলেন, ‘ভারতে যা কিছু ঘটেছে সবকিছু ভুলে যেতে হবে। দুই দলই বেশ সুসংগঠিত। এটা সত্যিই ভালো চ্যালেঞ্জ হতে যাচ্ছে।’

 

ভারতের প্রশংসা করে লিঁও বলেন, ‘অবশ্যই ভারতের ভালো মানের ব্যাটার ও বোলার রয়েছে। এটি সত্যিই প্রতি›দ্বন্দিতাপূর্ণ ও চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। এটি নতুনভাবে শুরু হবে এবং আমি এটির জন্য অপেক্ষা করছি।’

 

আগামী ৭ জুন থেকে ওভালে শুরু হবে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

 

একুশে সংবাদ.কম/সম

Link copied!