AB Bank
ঢাকা রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাপ নিতে চান না আফিফ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:০৬ পিএম, ১৬ মে, ২০২৩
চাপ নিতে চান না আফিফ

বাংলাদেশের জার্সিতে গত দুই সিরিজ মিস করেছেন আফিফ হোসেন। ফর্মহীনতার কারণেই টানা ৬১ ম্যাচ পর বেঞ্চে জায়গা হয় তার। অবশ্য সেই দুঃস্মৃতি ভুলে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পারফর্ম করেছেন। সামনে উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বড় দায়িত্ব কাঁধে পড়েছে  বাঁহাতি এই অলরাউন্ডারের উপর।


বিশ্বকাপ এবং জাতীয় দল নিয়ে না ভেবে সবাই উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের অনানুষ্ঠানিক সিরিজে মনযোগী হলে ভালো ফল আশা করছেন ‘এ’ দলের অধিনায়ক আফিফ।


আফিফ বলেন, ‘প্রস্তুতির জন্য আমরা খুবই অল্প সময় পেয়েছি। তাছাড়া আমাদের কয়েকজন ছিল, যারা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন প্রিমিয়ার লিগের সময়ও। প্রস্তুতি নেয়ার জন্য ফ্যাসিলিটিজ খুব ভালো ছিল। আশা করি, সবাই ভালোভাবে প্রস্তুতি নিতে পেরেছে।’

 

নিজের ব্যক্তিগত প্রস্তুতি নিয়ে আফিফ বলেন, ‘ফার্স্ট ক্লাসে যে খেলাগুলো হয়, সেখানে আমি খেলেছি। সবসময় যে আক্রমণাত্মক খেলেছি - এমন নয়। সিচুয়েশন অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছি। সেটাই করার চেষ্টা করব।’


সামনে আফগানিস্তান সিরিজ, এরপর এশিয়া কাপ। আর সেখান থেকে বিশ্বকাপে উড়াল দেবে বাংলাদেশ। এ অবস্থায় যে কোন সিরিজ সব ক্রিকেটারের কাছেই প্রস্তুতির মঞ্চ। সঙ্গে নিজের পারফরম্যান্স নির্বাচকদের সামনে তুলে ধরার একটা উৎকৃষ্ট জায়গা। যদিও সে চাপটা নিতে চান না আফিফ; খেলতে চান স্বাভাবিক খেলাটা।

 

আফিফ বলেন, ‍‍`কখনোই চাপ অনুভব করি না। যে কোনো সিচুয়েশনকে নিজের মতো করে উপভোগ করার চেষ্টা করি। ‍‍`এ‍‍` দলের ক্যাপ্টেন্সি করা অবশ্যই দারুণ একটা অভিজ্ঞতা। সামনের ব্যাপার নিয়ে আমি কখনোই চিন্তা করি না। সব সময়ই চিন্তা করি বর্তমানে কী করা যায়! সেটাই করার চেষ্টা করব, যাতে আমরা ভালোভাবে সিরিজটা শেষ করতে পারি।‍‍`

 

একুশে সংবাদ.কম/সম   

Link copied!