AB Bank
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইপিএলে বেগুনি টুপির দৌড়ে মার্ক উড এগিয়ে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:২৭ পিএম, ২০ এপ্রিল, ২০২৩
আইপিএলে বেগুনি টুপির দৌড়ে মার্ক উড এগিয়ে

রাজস্থান রয়্যালসকে তাদের ঘরের মাঠেই লখনউ সুপার জায়ান্টস ১০ রানে হারায়। তবে এতে পয়েন্ট কোনও অদলবদল হয়নি। তবে অরেঞ্জ এবং পার্পল ক্যাপের তালিকায় বেশ কিছু রদবদল হয়েছে। যেমন জোস বাটলার কমলা টুপির তালিকায় দুইয়ে উঠে এসেছেন। বেগুনি টুপির তালিকায় আবার ফের শীর্ষ স্থান দখল করেছেন মার্ক উড। 

 

পার্পল ক্যাপের আপডেটেড তালিকা:
১) মার্ক উড- যুজি লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে উইকেট পাননি। তার উপর ৪ ওভারে ৪১ রান দিয়ে পার্পল ক্যাপের তালিকায় দুইয়ে নেমে গিয়েছে। এক নম্বর স্থানের দখল ফের গিয়েছে মার্ক উডের হাতে। যদিও রাজস্থানের বিরুদ্ধে মার্ক উড খেলেননি। তবে এই মুহূর্তে ৪ ম্যাচ খেলে তাঁর মোট উইকেট সংখ্যা ১১। ইকোনমি রেট ৮.১২। সেরা পারফরম্যান্স ১৪/৫।


২) যুজবেন্দ্র চাহাল- পার্পল ক্যাপের তালিকায় দুইয়ে নেমে এলেন যুজি। ছয় ম্যাচে মোট ১১টি উইকেট রয়েছে যুজবেন্দ্র চাহালের দখলে। তাঁর ইকোনমি রেট ৮.২৫। সেরা পারফরম্যান্স ১৭/৪।

৩) রশিদ খান- পার্পল ক্যাপের তালিকায় তিনে রয়েছেন রশিদ। পাঁচ ম্যাচে তাঁর মোট উইকেট সংখ্যাও এখন ১১। তিনি যুজি, উডের ঘাড়েই চড়ে বসে রয়েছেন। তাঁর ইকোমি রেট ৮.৩০। সেরা পারফরম্যান্স ৩১/৩।

৪) মহম্মদ শামি- পার্পল ক্যাপের তালিকায় চারে রয়েছেন শামি। ৫ ম্যাচে তাঁর মোট উইকেট সংখ্যা ১০। ইকোমি রেট ৮.৩৫। সেরা পারফরম্যান্স ২৫/৩।

৫) তুষার দেশপাণ্ডে- সোমবার আরসিবি-র বিরুদ্ধে তুষার দেশপাণ্ডে ৩ উইকেট নিয়ে প্রথম পাঁচে জায়গা করে নিলেন। ৫ ম্যাচে তাঁর মোট উইকেট সংখ্যা এখন ১০। তাঁর ইকোমি রেট ১১.৪০। সেরা পারফরম্যান্স ৪৫/৩।

 


একুশে সংবাদ.কম/সম 

Link copied!