AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যদি কাজ না করি তাহলে আমি পাগল হয়ে যাব: সাকিব


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১১:৩৪ এএম, ২ এপ্রিল, ২০২৩
যদি কাজ না করি তাহলে আমি পাগল হয়ে যাব: সাকিব

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যেন সুপারম্যান। এই খেলার মাঠে তো একটু পর অতিথি হয়ে কোনো অনুষ্ঠান কিংবা বিজ্ঞাপন মঞ্চে। সকালে ঢাকায় তো বিকেলে চট্টগ্রাম কিংবা সিলেটে। পরদিন আবার হয়তো ঢাকায়। গত এক মাসের চিত্র এমনটাই ছিল সাকিব আল হাসানের।

 

মাঠের লড়াই শেষ করেই বিজ্ঞাপন মঞ্চে শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। সাকিবের যেন ক্লান্তি নেই। বাংলাদেশের সুপারস্টার যেন ক্লান্ত হন না।

 

তাই তো সাকিবও বললেন, আমি যদি কাজ না করি তাহলে আমি পাগল হয়ে যাব। আর মাঠ, ব্যবসা কিংবা বিজ্ঞাপন ব্যস্ততা, এতো কিছু কিভাবে সামলান সাকিব? এমন প্রশ্নে কিছু দিন আগে ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার বলেছিলেন, ‘যে পারে সে সব পারে।’


শনিবার (১ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে দুপুরে সাভার যান সাকিব।  এরপর সন্ধ্যায় হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে একটি বাইক কোম্পানির প্রচারণা অনুষ্ঠানে যোগ দেন।

 

এমন ব্যস্ততা প্রসঙ্গে সাকিব সাংবাদিকদের বলেন, ‘আমার কাছে মজা লাগে, আমি উপভোগ করি এটা। আমার কাছে মনে হয়, আমি যদি কাজ না করি তাহলে আমি পাগল হয়ে যাব। সুতরাং আমি কাজ করতে চাই।’

 

বাইক কোম্পানির ওই অনুষ্ঠানে নিজের বাইক চালানোর অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে সাকিব বলেন, ‘২০০৬/৭ হবে, আব্বু চালানো শিখিয়ে দিয়েছিল মাগুরাতে। প্রথমবার ঐ সময়েই শেখা। মাগুরাতে যখনই থাকি বাইক চালানো হয়। আর বন্ধুদের সাথে যখন একসাথে বাইক নিয়ে বের হই, ওটার একটা আলাদা মজাই আছে। আমরা গ্রামের ভেতর চলে যাই, আড্ডা দেই। ওটার একটা আলাদা রকম ফিলিংস আছে।’

 

একুশে সংবাদ/সম   

Link copied!