AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাল ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:০০ পিএম, ২৩ মার্চ, ২০২৩
কাল ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ

সাফ অনুর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপে কাল শুক্রবার ভারতের মুখোমুখি হবে  বাংলাদেশ নারী ফুটবল দল।  সন্ধ্যা সোয়া সাতটায় রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এর আগে একই ভেন্যুতে দুপুর সোয়া তিনটায় পরস্পরের মুখোমুখি হবে ভুটান ও রাশিয়া।

 

এটি হবে টুর্নামেন্টে বাংলাদেশের তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ভুটনাকে ৮-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শুভ সুচনা করলেও দ্বিতীয় ম্যাচে আসরের অতিথি দল শক্তিশালী রাশিয়ার কাছে ৩-০ গোলে হেরে গেছে কোচ গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। আগামীকালও উপমহাদেশের আরেক ফুটবল পরাশক্তি ভারতের মোকাবেলা করতে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এ  ম্যাচে অবশ্যই জয়ের ধারায় ফিরতে হবে অধিনায়ক রুমা আক্তারের দলকে।  


রাউন্ড রবিন লিগ পদ্ধতির  টুর্নামেন্টে এই মুহুর্তে দুই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। তালিকার শীর্ষে থাকা ভারতেরও সংগ্রহ তিন পয়েন্ট। তবে তারা বাংলাদেশের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে।

 

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ফিফা র‌্যাংকিংয়ের ১৪০ তম স্থানে থাকা বাংলাদেশ তৃষ্ণা রানী ও থুইনু মারমার জোড়া গোলে ভুটানকে বিধ্বস্ত করলেও পরের ম্যাচে আর পেরে উঠেনি ইউরোপীয় ফুটবল শৈলিতে অভ্যস্ত দীর্ঘদেহী রুশ মেয়েদের  সঙ্গে। যদিও তাদের সঙ্গে পাল্লা দিয়ে লড়ে গেছে স্বাগতিকরা। শেষ পর্যন্ত অবশ্য ৩-০ গোলে পরাজয়ে বাধ্য হয় ছোটনের শিষ্যরা।


সাধারণত সাফের টুর্নামেন্টে বাংলাদেশ নারী দলের সম্ভাবনা থাকলেও এবার ভারতের বিপক্ষে লড়াই করা খুব একটা সহজ হবেনা তাদের জন্য। অবশ্য নিজেদের মাটিতে স্বাগতিক দর্শকদের সমর্থন বাড়তি অনুপ্রেরনা যোগাবে রুমা আক্তারদের। টুর্নামেন্টে ভারতীয়দের ফেভারিট বলা হলেও সেরাটা দিয়ে সেখান থেকেই ভালো কিছু অর্জন করতে চায় বাংলাদেশ।


টুর্নামেন্টকে সামনে রেখে ১লা জানুয়ারি থেকেই সিনিয়র দলের সঙ্গে অনুশীলন শুরু করেছিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ নারী দল।

 

অবশ্য ফিফা র‌্যাংকিংয়ের ৬১তম অবস্থানে থাকা ভারতীয় নারী দলও ফেভারিট হিসেবে টুর্নামেন্টে শুভ সুচনা করেছে। গত সোমবার শিলজি শাহজির হ্যাট্রিকে নিজেদের প্রথম ম্যাচে ভারত ৪-১ গোলে পরাজিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন নেপালকে। এখন বাংলাদেশের বিপক্ষেও জয়ের ওই ধারা অব্যাহত রাখতে চায় প্রতিবেশী দেশটি।  


একুশে সংবাদ/সম

Link copied!