প্রথম ওয়ানডে জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। কাল দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায় টিম ইন্ডিয়া। অন্য দিকে প্রথম ম্যাচে হারের ধাক্কা ভুলে ঘুড়ে দাঁড়াতে চায় অস্ট্রেলিয়া।
আগামীকাল বিশাখাপত্তমে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে।
মুম্বাইয়ে প্রথম ওয়ানডেতে বোলারদের নৈপুন্যে অস্ট্রেলিয়াকে ১৮৮ রানে গুটিয়ে দেয় ভারত। ভারতের দুই পেসার মোহাম্মদ সামি-মোহাম্মদ সিরাজ ৩টি করে এবং রবীন্দ্র জাদেজা ২টি উইকেট নেন।
জবাবে ৩৯ রানে চতুর্থ ও ৮৩ রানে পঞ্চম উইকেট হারায় ভারত। তবে ষষ্ঠ উইকেটে ১২৩ বলে অবিচ্ছিন্ন ১০৮ রান তুলে ৬১ বল বাকী রেখে ৫ উইকেটে ভারতের জয় নিশ্চিত করেন লোকেশ রাহুল ও জাদেজা। ৭টি চার ও ১টি ছক্কায় ৯১ বলে অপরাজিত ৭৫ রান করেন রাহুল। ৬৯ বলে ৫টি বাউন্ডারিতে অনবদ্য ৪৫ রান করেন জাদেজা।
ম্যাচ শেষে ভারতের অধিনায়ক হার্ডিক পান্ডিয়া বলেন, ‘ রাহল-জাদেজা দারুনভাবে ম্যাচ শেষ করেছে। এমন পারফরমেন্সের ধারাটা অব্যাহত রাখতে চাই আমরা। দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চাই।’
পক্ষান্তরে হারলেও, সতীর্থদের লড়াইয়ে প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। দ্বিতীয় ম্যাচেই জয় চান স্মিথ, ‘প্রথম ম্যাচে হারলেও দল ভালো খেলেছে। দ্বিতীয় ম্যাচে আমরা ঘুড়ে দাঁড়াতে চাই।’
এখন পর্যন্ত ওয়ানডেতে ১৪৪ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। ভারত ৫৪টিতে ও অস্ট্রেলিয়া ৮০টিতে জয় পায়। ১০টি ম্যাচ পরিত্যক্ত হয়।
ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ইশান কিশান (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্রা চাহাল, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক, শারদুল ঠাকুর, অক্ষর প্যাটেল ও জয়দেব উনাদকাট।
অস্ট্রেলিয়া দল : স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গেøন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার এবং এডাম জাম্পা।
একুশে সংবাদ/সম
আপনার মতামত লিখুন :