AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টি-টোয়েন্টির পর এক দিনের ক্রিকেটেও শীর্ষে ভারত


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৪০ এএম, ২৫ জানুয়ারি, ২০২৩
টি-টোয়েন্টির পর এক দিনের ক্রিকেটেও শীর্ষে ভারত

টি-টোয়েন্টির পর এ বার এক দিনের ক্রিকেটেও শীর্ষ স্থানে চলে এল ভারত। মঙ্গলবার নিউজিল্যান্ডকে এক দিনের সিরিজে হোয়াইট ওয়াশ করার পরেই আইসিসির ক্রমতালিকায় এক নম্বরে উঠে এলেন রোহিতরা। ফলে সীমিত ওভারের দু’টি ফরম্যাটেই ভারতীয় দল শীর্ষে। বিশ্বকাপের আগে যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস জোগাবে রোহিতদের। 

 

শনিবার ভারতের কাছে দ্বিতীয় এক দিনের ম্যাচে হারার পরেই শীর্ষস্থানচ্যুত হয়েছিল নিউজিল্যান্ড। এক নম্বরে চলে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু ভারতকে শীর্ষ স্থানে যেতে হলে মঙ্গলবারের ম্যাচে জিততেই হত। রোহিত শর্মা এবং শুভমন গিলের শতরান ভারতের ৯০ রানে জয় নিশ্চিত করে। প্রথম ম্যাচে ১২ রানে জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে রায়পুরে তারা জেতে আট উইকেটে। 

 

মঙ্গলবারের ম্যাচের আগে ভারত, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড, তিন দলের‌ই র‌্যাঙ্কিং পয়েন্ট ছিল ১১৩। এখন ভারতের পয়েন্ট ১১৪। ইংল্যান্ডের একই পয়েন্ট থাকল। ১১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল অস্ট্রেলিয়া। 

 

১১১ পয়েন্ট নিয়ে চারে নেমে গেল নিউজিল্যান্ড। যদি ইংল্যান্ড আসন্ন এক দিনের সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে হারায়, তা হলে ভারতকে সরিয়ে তারাই বিশ্বের এক নম্বর দল হবে।


একুশে সংবাদ/আ/ সম

Link copied!