ঢাকা শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. রাজধানী
  4. সারাবাংলা
  5. আন্তর্জাতিক
  6. অর্থ-বাণিজ্য
  7. খেলাধুলা
  8. বিনোদন
  9. শিক্ষা
  10. তথ্য-প্রযুক্তি
  11. অপরাধ
  12. প্রবাস
  13. পডকাস্ট

আগামীকাল বালিকা এককের ফাইনাল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:০৩ পিএম, ১১ জানুয়ারি, ২০২৩
আগামীকাল বালিকা এককের ফাইনাল

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় ০৯-১৯ জানুয়ারী ২০২৩ পর্যন্ত ‘২০২৩ আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশীপস’এর প্রথম প্রতিযোগিতার ৩য় দিনে বালিকা এককের সেমি-ফাইনালে চাইনিজ তাইপের ইয়ান রং ঝং ৬-২, ৬-৩ গেমে প্রতিযোগিতার টপ সীড নেপালের শিভালি গুরুংকে এবং মায়ানমারের থাই হায়াত মিন্ট ৭-৫, ৭-৫ গেমে চাইনিজ তাইপের ইয়েন নি চিয়াং কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। 

 

বালক এককের কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের রোমান ৬-১, ৬-১ গেমে লাও এর বাওনথালাকে, চাইনিজ তাইপের আইয়েন লিও ২-৬, ৬-১, ৬-২ গেমে বাংলাদেশের জাওয়াদ ভূইয়াকে, চাইনিজ তাইপের শাও চি চু ৬-১, ৬-২ গেমে লাও এর অথিত ক্যাসিংকে এবং পাকিস্তানের তালহা ৬-৩, ৬-১ গেমে মায়ানমারের ফি সার সেই কে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হয়।

 

আগমীকাল সকাল ৯:০০ টায় বালক এককের সেমি-ফাইনাল খেলা এবং সকাল ১০:০০ টায় বালিকা এককের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের তুষার - জাওয়াদ জুটির সেমি-ফাইনাল খেলা বেলা ১১:৩০ টায় কোর্ট নং -১ এ অনুষ্ঠিত হবে। এছাড়াও বালক ও বালিকা এককের স্থান নির্ধারনী খেলা সমূহ অনুষ্ঠিত হবে।

 

একুশে সংবাদ/ সম