মেজর লিগ সকারে (এমএলএস) লস এ্যাঞ্জেলস এফসির হয়ে ফর্মহীনতায় থাকলেও বিশ্বকাপে আগে শতভাগ ফিট হয়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেছেন ওয়েলস অধিনায়ক গ্যারেথ বেল।
এমএলএস দলের হয়ে বেল এবারের মৌসুমে ১১টি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে মূল একাদশে খেলেছেন। জুলাইয়ে লস এ্যাঞ্জেলসে যোগ দেবার পর এখনো পুরো ৯০ মিনিট তিনি খেলতে পারেননি। ৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ স্ট্রাইকার ইতোমধ্যেই তার ফিটনেস প্রোগ্রাম নিয়ে কাজ শুরু করেছেন। কাতার বিশ্বকাপের আগেই ফিটনেসের চূড়ায় তিনি উঠতে পারবেন বলে আশাবাদী।
বেলজিয়াম ও পোল্যান্ডের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচকে সামনে রেখে ওয়েলস তারকা বলেছেন, ‘আমরা কি করবো সেটা নিয়ে লস এ্যাঞ্জেলসে আমাদের একটি পরিকল্পনা আছে। তবে বাড়তি কোন কিছুই এই মুহূর্তে করা যাবেনা। সব খেলোয়াড়ই যতটা সম্ভব ম্যাচ খেলতে চায়।
একুশে সংবাদ.কম/এসএস
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
